বাহরাইনের যুববিষয়ক মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:২১

বাহরাইনের যুববিষয়ক মন্ত্রী রাওয়ান বিন্ত নাজিব তৌফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
গত ৩০ জুন বাহরাইনের যুববিষয়ক মন্ত্রীর দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যুব উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং সাংস্কৃতিক ও জ্ঞান বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে বাহরাইন সরকারের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দেন।
তথ্যসূত্র: নাগরিক টিভি