সৌদিতে ওমরাহ সিজন শুরু; ২০ দিনে প্রায় ২ লাখ ভিসা ইস্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:১৭

সৌদি আরবে ২০২৫ সালের নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর মাত্র ২০ দিনের মধ্যে ১ লাখ ৯০ হাজারের বেশি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ জিলহজ ১৪৪৬ হিজরি (১০ জুন ২০২৫) থেকে শুরু হওয়া এই মৌসুমে ভিসা ইস্যুর প্রক্রিয়া নুসুক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
এই উদ্যোগটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ধর্মীয় পর্যটনকে আধুনিক ও সহজতর করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নুসুক অ্যাপের মাধ্যমে ভিসা আবেদন, অনুমতি ইস্যু, আবাসন বুকিংসহ নানা ডিজিটাল সেবা পাওয়া যাচ্ছে, যা হাজিদের অভিজ্ঞতা আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলছে।
এ বছর হজ মৌসুম সফলভাবে সম্পন্ন হওয়ার পরপরই ওমরাহ মৌসুমে ভিসা চাহিদা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন মৌসুমে ভিসা ইস্যুর ক্ষেত্রে আবাসনের চুক্তিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যা পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত হোটেলের সঙ্গে সম্পাদিত হতে হবে এবং তা Nusuk Masar প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে।
তথ্যসূত্র: সৌদি গেজেট