সিসিটিভি ফুটেজে চাঁদাবাজ, বাংলাদেশিকে ধরল কুয়েত পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৪৫

কুয়েতের ফারওয়ানিয়া জলিব আল শুয়েখ এলাকার দৃশ্য এটি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, চাঁদাবাজ গ্যাংয়ের সদস্যরা প্রবাসী কর্মীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। এসব প্রবাসী বাংলাদেশি হওয়ার সম্ভাবনাই বেশি, যারা রাস্তার পাশে ছোট দোকান নিয়ে বসেছিলেন ব্যবসা করতে।
অস্থায়ী এসব বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে এ গ্যাংয়ের সদস্যরা প্রবাসীদের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে চাঁদাবাজি করছিল।
চাঁদাবাজ গ্যাংয়ের সদস্যরা জলিব আল শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী কর্মীদের ক্ষতি বা রিপোর্ট না করার বিনিময়ে এসব চাঁদা নেয় বলে অভিযোগ ছিল আগে থেকেই।
এরই পরিপ্রেক্ষিতে ফারওয়ানিয়া সিআইডি পুলিশ নামে তদন্তে। দেশটির ফারওয়ানিয়া সিআইডি পুলিশ এই ভিডিও প্রকাশ করে দাবি করেছে, গ্যাংয়ের সদস্যরা একটি অতর্কিত হামলার ঘটনাও ঘটিয়েছে। চাঁদাবাজ গ্যাংয়ের মূলহোতা এক বাংলাদেশিকে হাতেনাতে ধরেছে ফারওয়ানিয়া সিআইডি পুলিশ। গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তাদের জবাবদিহি করার জন্য আইনি প্রক্রিয়া চলছে।
Source: moi.gov.kw