Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ জুন, ২০২৫

এরিয়াল ট্যাক্সি পরীক্ষামূলক চক্কর দিয়েছে দুবাইর আকাশে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৬:২২

এরিয়াল ট্যাক্সি পরীক্ষামূলক চক্কর দিয়েছে দুবাইর আকাশে

সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই সৌদি নারীকে হয়রানির অভিযোগে সাতজনকে আটক করেছে দেশটির পুলিশ। পাবলিক প্লেসে অভিযুক্তরা নারীদের হয়রানি করেছিল। ভিডিও ফুটেজ দেখে পুলিশ অপরাধীদের শনাক্ত করে। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র: সৌদি গেজেট

সংযুক্ত আরব আমিরাত

উড়ন্ত ট্যাক্সি সফলভাবে পরীক্ষামূলক চক্কর দিয়েছে দুবাইর আকাশে। সম্পূর্ণ বৈদ্যুতিক এই এরিয়াল ট্যাক্সি পরিবেশবান্ধব নগর পরিবহনের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হবে বলে মনে করছে দেশটির সরকার। এতে যাত্রার সময় কমাবে, জীবনের মান উন্নত করবে এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে। জুবি এরিয়াল নামের এই উড়ন্ত ট্যাক্সি ক্যাব আগামী বছরে চালু হওয়ার কথা দেশটিতে। সূত্র: গালফ নিউজ

কুয়েত

১০ লক্ষ মাদকের বড়িসহ এক সন্দেহভাজনকে ধরেছে কুয়েতের পুলিশ। কুয়েতি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি জাল কাগজপত্র দিয়ে কুয়েতের নাগরিকত্বও নিয়েছিল। গোপন এক অভিযানে মাদকের বড়ির চালানও আটকে দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ক্যাপ্টাগন জাতীয় মাদকের বিস্তার মধ্যপ্রাচ্যের নানা দেশের চিন্তার কারণ হয়েছে। আটককৃত লোকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে কুয়েতি পুলিশ। সূত্র: গালফ নিউজ

বাহরাইন

বাহরাইনের তাপমাত্রা ৩০ জুন ৪৭ ডিগ্রি সেলসিয়ানে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। জুন ও জুলাইয়ে মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশটির তাপমাত্রা অনেক বেড়ে যায়। এ সময় নাগরিক ও বাসিন্দা নিতে হয় বাড়তি সতর্কতা। এদিকে, জাবের আল সাবাহ হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জানিয়েছে নিউজ অব বাহরাইন। সূত্র: নিউজ অব বাহরাইন

Logo