৬ দেশে রেমিট্যান্স ফি মওকুফ রাখছে আমিরাতের ব্যাংক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:১১

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক শীর্ষস্থানীয় ব্যাংক এমিরেটস এনবিডি (Emirates NBD) ঘোষণা দিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে আন্তর্জাতিক অর্থ প্রেরণে নতুন ফি চালু করা হবে। তবে ছয়টি দেশে রেমিট্যান্স পাঠানো আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকবে, যা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর।
কোন ছয়টি দেশে ফি মওকুফ থাকবে?
১. ভারত ২. পাকিস্তান ৩. ফিলিপাইন ৪. শ্রীলঙ্কা ৫. মিসর ৬. যুক্তরাজ্য
এই ছয়টি দেশকে বলা হচ্ছে “কোর রেমিট্যান্স করিডর”, যেখানে Direct Remit সেবার মাধ্যমে ১০০ দিরহাম বা তার বেশি অর্থ পাঠালে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
নতুন ফি কারা দেবেন?
১ সেপ্টেম্বর ২০২৫ থেকে অন্যান্য সব দেশে Direct Remit, অনলাইন ব্যাংকিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ পাঠালে ২৬.২৫ দিরহাম (ভ্যাটসহ) ফি দিতে হবে। এই ফি কোর করিডরের বাইরে থাকা দেশগুলোর জন্য প্রযোজ্য হবে।
Direct Remit কী?
Direct Remit হলো এমিরেটস এনবিডির একটি ডিজিটাল রেমিট্যান্স সেবা, যার মাধ্যমে মাত্র ৬০ সেকেন্ডে অর্থ পাঠানো যায়। এটি বিশেষভাবে জনপ্রিয় ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের প্রবাসীদের মধ্যে।
নতুন দেশ যুক্ত হচ্ছে
ব্যাংক জানিয়েছে, Direct Remit সেবা ৩০টির বেশি নতুন দেশে সম্প্রসারিত করা হচ্ছে। তবে এসব দেশে অর্থ পাঠাতে সীমিত ফি প্রযোজ্য হবে।
এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে নতুন চার্জের কারণে বিকল্প রেমিট্যান্স অ্যাপ ও প্ল্যাটফর্মের চাহিদাও বাড়তে পারে।
তথ্যসূত্র: খালিজ টাইমস