শারজাহতে ব্যবসা এখন আরো সহজ, এক দিনেই মিলবে ‘ইনস্ট্যান্ট লাইসেন্স'

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:১০

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আমিরাতে ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য এসেছে যুগান্তকারী সুযোগ। শারজাহ ইকোনমিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (SEDD) চালু করেছে ‘ইনস্ট্যান্ট লাইসেন্স’ সেবা, যার মাধ্যমে মাত্র এক কর্মদিবসেই বাণিজ্যিক লাইসেন্স পাওয়া যাবে; তাও কোনো মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (MoA) বা অফিস ভাড়ার চুক্তিপত্র ছাড়াই।
কীভাবে কাজ করবে এই ইনস্ট্যান্ট লাইসেন্স?
- এটি প্রযোজ্য সব ধরনের অফিসভিত্তিক ব্যবসার জন্য, যেগুলোর জন্য অন্য কোনো সরকারি অনুমোদন প্রয়োজন হয় না।
- প্রথম বছরে কোনো MoA বা লিজ চুক্তি জমা দিতে হবে না।
- প্রতিটি লাইসেন্সের আওতায় সর্বোচ্চ তিনজন কর্মী নিয়োগ দেওয়া যাবে।
- দ্বিতীয় বছর থেকে নিয়মিত লাইসেন্সিং প্রক্রিয়ার আওতায় আসতে হবে।
কারা উপকৃত হবেন?
এই সেবা বিশেষভাবে উপকারী—
- নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য, যারা দ্রুত ব্যবসা শুরু করতে চান।
- বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য, যাদের নির্দিষ্ট খাতে প্রবেশের পরিকল্পনা রয়েছে।
- বিদেশি বিনিয়োগকারীদের জন্য, যারা শারজাহকে তাদের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চান।
কেন এই উদ্যোগ?
SEDD চেয়ারম্যান হামাদ আলী আবদাল্লাহ আল মাহমুদ বলেন “আমরা এমন একটি আইন ও নীতিমালাভিত্তিক পরিবেশ গড়ে তুলতে চাই, যা ব্যবসার টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা নিশ্চিত করে।”
এই উদ্যোগের মাধ্যমে শারজাহ সরকার চায়—
- ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করা
- অবৈধ ব্যবসা কমিয়ে বৈধ কাঠামোর আওতায় আনা
- অর্থনৈতিক বৈচিত্র্য ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া
এই ইনস্ট্যান্ট লাইসেন্স সেবা শারজাহকে আঞ্চলিক বিনিয়োগ গন্তব্য হিসেবে আরো আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: খালিজ টাইমস