Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভিজিট ভিসা শেষ হওয়া প্রবাসীদের সুখবর দিল সৌদি সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:০২

ভিজিট ভিসা শেষ হওয়া প্রবাসীদের সুখবর দিল সৌদি সরকার

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য স্বস্তির খবর দিল দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন এক ঘোষণায় জানানো হয়, এসব ভিসাধারী এখন মাত্র ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। খবর সৌদি গ্যাজেটের।

২৬ জুন থেকে এ সুযোগ চালু হয়েছে, যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম। ঘোষণায় বলা হয়, যেসব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।

এক বিবৃতিতে পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, যারা এই সুবিধা নিতে আগ্রহী, তাদের ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করতে হবে। সময় শেষের আগেই আবেদন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে।

ভিসাধারীদের আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। যারা নিজ থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে, যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। তাই যাদের ভিসা মেয়াদোত্তীর্ণ, তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে জাওয়াজাত।

তথ্যসূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

Logo