Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিশ্বজুড়ে কোটিপতিরা দেশ ছাড়ছেন, বেশির ভাগের গন্তব্য মধ্যপ্রাচ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৮:৪৬

বিশ্বজুড়ে কোটিপতিরা দেশ ছাড়ছেন, বেশির ভাগের গন্তব্য মধ্যপ্রাচ্য

বিশ্বজুড়ে ধনীদের অভিবাসনের প্রবণতা বাড়ছে। Henley Private Wealth Migration Report ২০২৫ অনুযায়ী, আগামী বছর প্রায় ১.৪২ লাখ মিলিয়নিয়ার (যাদের কাছে ১ মিলিয়ন ডলারের বেশি তরল সম্পদ রয়েছে) নতুন দেশে বসবাস শুরু করবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ধনী নাগরিক আকৃষ্ট করবে সংযুক্ত আরব আমিরাত (UAE); প্রায় ৯ হাজার ৮০০ জন, যা গত বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি।

কোন দেশগুলো ধনী নাগরিক হারাচ্ছে?

- যুক্তরাজ্য: সর্বোচ্চ ১৬,৫০০ মিলিয়নিয়ার হারাবে

- চীন: ৭,৮০০ জন

- ভারত: ৩,৫০০ জন

- দক্ষিণ কোরিয়া: ২,৪০০ জন

ভারতের ক্ষেত্রে এটি আগের বছরের তুলনায় কিছুটা কম হলেও দেশটি এখনো “মিলিয়নিয়ার এক্সপোর্টার” হিসেবে রয়ে গেছে। তবে রিপোর্টে বলা হয়েছে, ফেরত অভিবাসন ও বৈশ্বিক করনীতির পরিবর্তন এই প্রবণতাকে কিছুটা ভারসাম্য দিচ্ছে।

ধনীদের পছন্দের গন্তব্য কেন ইউএই?

- আয়কর নেই: ব্যক্তিগত আয়ের ওপর কোনো কর নেই

- গোল্ডেন ভিসা সুবিধা: ৫ বা ১০ বছরের দীর্ঘমেয়াদি আবাসন সুবিধা

- রাজনৈতিক স্থিতিশীলতা ও বিশ্বমানের অবকাঠামো

- নিরাপদ জীবনযাত্রা ও বিলাসবহুল সুযোগ-সুবিধা

অন্য গন্তব্যগুলো

- যুক্তরাষ্ট্র: ৭,৫০০ মিলিয়নিয়ার আকৃষ্ট করবে

- ইতালি: ২,২০০ জন

- সুইজারল্যান্ড: ১,৫০০ জন

- সৌদি আরব: ২,৪০০ জন (গত বছরের তুলনায় আট গুণ বৃদ্ধি)

বিশেষজ্ঞদের মতে, এই ধনীদের স্থানান্তর শুধু ব্যক্তিগত পছন্দ নয়, বরং করনীতি, রাজনৈতিক পরিবেশ, জীবনযাত্রার মান ও বিনিয়োগ সুযোগের ওপর নির্ভর করে।

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড 

Logo