ফাহিদ আইল্যান্ড: আবুধাবির প্রথম ‘ওয়েলনেস আইল্যান্ড’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৮:২৭

আবুধাবির প্রথম উপকূলীয় ‘ওয়েলনেস ডেস্টিনেশন’ হিসেবে গড়ে উঠছে ফাহিদ আইল্যান্ড। ফাহিদ বিচ রেসিডেন্স এবং দ্য বিচ হাউস- এই দুটি আবাসিক প্রকল্পের ইউনিটগুলোই প্রথম ধাপে বাজারে ছাড়া হয়। দাম শুরু হয়েছে ৩ মিলিয়ন দিরহাম থেকে।
বিনিয়োগকারীদের প্রোফাইল:
- মোট বিক্রির ৬৭% এসেছে প্রবাসী ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে।
- শীর্ষ ক্রেতাদের মধ্যে রয়েছেন ইউএই, রাশিয়া, যুক্তরাজ্য ও চীনের নাগরিকরা।
- ৪২% ক্রেতা ৪৫ বছরের নিচে, যা তরুণ প্রজন্মের মধ্যে বিলাসবহুল ও স্বাস্থ্যকেন্দ্রিক জীবনের চাহিদা নির্দেশ করে।
- ৬৭% ক্রেতা প্রথমবারের মতো আলদার প্রপার্টিজের গ্রাহক, যা কোম্পানির নতুন বাজার ধরার সক্ষমতা প্রমাণ করে।
বিশেষ আকর্ষণ:
- প্রকল্পের মধ্যে থাকবে Kings College School Wimbledon-এর মতো প্রিমিয়াম ব্রিটিশ স্কুল।
- প্রতিটি আবাসিক ইউনিট থেকে পার্ক বা সবুজ এলাকা মাত্র ২৫০ মিটার দূরে।
- সমুদ্রের দৃশ্য, আধুনিক সুযোগ-সুবিধা এবং ‘কোরাল ড্রাইভ’ নামক বুটিক রিটেইল বুলেভার্ডের সঙ্গে সংযুক্তি।
আলদার ডেভেলপমেন্টের সিইও জনাথন এমেরি বলেন, “এই সাফল্য প্রমাণ করে যে আবুধাবি এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ ও জীবনযাপনের গন্তব্য।”
তথ্যসূত্র: গালফ নিউজ