হজযাত্রীদের সৌদি সরকারের উপহার; কী আছে নুসুক ব্যাগে?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:২০

সৌদি আরবে হজযাত্রীর জন্য যে জিনিসগুলো দরকারি, সেসব বিষয় মাথায় রেখেই উপহারের ব্যাগ সাজিয়েছে নুসুক। সৌদি আরবের আল বাইত গেস্টস ক্যাম্পে হজযাত্রীদের সহায়ক একটি করে ব্যাগ উপহার দিয়েছে সরকারি নুসুক প্ল্যাটফর্ম। হজযাত্রীদের জরুরি কাজে লাগে এমন বেশকিছু জিনিস দেওয়া হয়েছে ব্যাগের ভেতরে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা গেছে, ব্যাগটির ভেতরে রয়েছে জায়নামাজ, ছাতা, কুশন ও পানির বোতল।
সেই সঙ্গে ময়েশ্চারাইজার, স্যানিটাইজার, স্প্রে, টুথপেস্ট, ব্রাশ ও ফ্যান এবং হজযাত্রীদের সঙ্গে থাকা অন্যান্য জিনিস বহনের জন্য আরো দুটি কাপড়ের ব্যাগ দেওয়া রয়েছে ভেতরে। এছাড়া ব্যাগটিতে রয়েছে ইউএসবি কানেকশন।
সৌদি আরবে হজপালনের ক্ষেত্রে হজযাত্রীর জন্য যে জিনিসগুলো দরকারি, সেসব বিষয় মাথায় রেখেই হজ প্যাকেজের উপহারের ব্যাগ সাজিয়েছে নুসুক।
নুসুক সৌদি আরবের সরকারি প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধন, হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা দেওয়া হয়ে থাকে। আর ‘আল বাইত গেস্টস’ সৌদি আরবের অন্যতম বড় হজ এজেন্সি। আল বাইতের হজ প্যাকেজে হজযাত্রীদের ব্যাগ উপহার দিয়েছে নুসুক।
তথ্যসূত্র: বিডিনিউজ ২৪