সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে
আবুধাবি দূতাবাসে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৫:২৫

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কারণেই বাংলা সাহিত্য আজ পূর্ণতা পেয়েছে। তিনি বলেন, তাদের লেখা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা কারিকুলামে শিক্ষার্থীদের খোরাক জুগিয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত তারা দু'জনই দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। মঙ্গলবার আবুধাবির বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ থেকে আগত বিসিএস প্রশিক্ষণার্থী একটি দল, কমিউনিটি নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রবাসীদের উপস্থিতির মাধ্যমে ব্যতিক্রমী এ অনুষ্ঠান পরিচালনা করেন।
৪৩তম বিসিএস ব্যাচের প্রশিক্ষণার্থী আবীর হোসেন ও নাঈম এহতেশামের যৌথ উপস্থাপনায় এতে বিশেষ অতিথির আলোচনা করেন সার্ভিস একাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদ, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান শাহানাজ আক্তার রানু, কাউন্সিলর (পাসপোর্ট) সাইফুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) লুৎফুন্নাহার নাজীম, লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, সচিব তৌহিদ ইসলামসহ আরো অনেকে।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিবৃন্দ কবিদ্বয়ের শৈশব স্মৃতি ও জীবন কর্মের বিভিন্ন দিক পর্যালোচনা এবং বাংলা সাহিত্যে তাদের ভুমিকা নিয়ে আলোকপাত করেন।