Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দূতাবাসের আয়োজনে কাতারে হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:২৬

দূতাবাসের আয়োজনে কাতারে হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আগামী ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত আম উৎসব অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী এই মেলায় ৬০টি স্টল অংশ নেবে। কাতারের রাজধানী দোহার বাণিজ্য এলাকাখ্যাত সুক ওয়াকিফে অনুষ্ঠিত এই মেলায় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা স্বল্প খরচে অংশ নিতে পারবেন।

মেলায় ভালো জাতের আম, বোম্বাই লিচু, কাঁঠাল ও জাম প্রদর্শন ও বিক্রি করতে পারবেন দেশের উদ্যোক্তারা।

দূতাবাস বলছে, এই আয়োজনের মাধ্যমে দেশটিতে ফল রপ্তানির দ্বার উন্মোচন হবে। মেলায় ৫ লাখ কেজি ফল বিক্রির প্রত্যাশা করা হচ্ছে। 

এছাড়া কৃষি প্রক্রিয়াজাত কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্টল নিতে পারবেন। এই মেলা আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে বাংলাদেশে কাজ করছে এম্পিরিক রিসার্স লিমিটেড।

এছাড়া বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠান এই আম উৎসবে অংশ নিতে চাইলে এম্পিরিক রিসার্স লিমিটেডের সার্বিক সহযোগিতা নিতে পারবে।

এ বিষয়ে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজী জানিয়েছেন, কাতার সরকারের সহযোগিতা নিয়ে প্রথমবারের মতো কাতারে বাংলাদেশি আম মেলা ২০২৫ আয়োজন করতে যাচ্ছে। কাতারের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুক ওয়াকিফে এই মেলা অনুষ্ঠিত হবে। এই উৎসবের লক্ষ্য হলো কাতারের ভোক্তা, আমদানিকারক এবং পরিবেশকদের কাছে বাংলাদেশের আম এবং আম সম্পর্কিত পণ্য এবং অন্যান্য মৌসুমি ফলের অনন্য স্বাদ, সুগন্ধ, গুণমান এবং বৈচিত্র্য প্রদর্শন করা।

এর মাধ্যমে বাংলাদেশি ফলের খ্যাতি এবং চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo