Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

জামাল হোসাইন ভূঁইয়া, মদিনা থেকে

মদিনার মানসা কুবার ঝরনাপাড়ে ভিড় প্রবাসীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ২০:৪৯

মদিনার মানসা কুবার ঝরনাপাড়ে ভিড় প্রবাসীদের

সূর্যের প্রখর তাপে পুড়ছে সৌদি আরব, দুবাইসহ গোটা মধ্যপ্রাচ্য। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। ২৪ মে শনিবার আবুধাবির আল আইনে তাপমাত্রা উঠেছে ৫১.৬ ডিগ্রি সেলসিয়াসে। এ বছরের মে মাসের এই তাপমাত্রা ২০০৯ সালের রেকর্ড ভেঙে দিয়েছে।  

সৌদি আরবের তপ্ত দুপুরে যখন বাইরের তাপমাত্রা ছুঁয়ে যায় ৪৬ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস, তখন ঘরের বাইরে পা রাখাও যেন এক ধরনের চ্যালেঞ্জ। কিন্তু দিনের শেষ ভাগে সূর্য যখন ঢলে পড়ে পশ্চিমাকাশে, তখন প্রাণ জেগে ওঠে মদিনার মানসা কুবার এক কোণে, যেখানে অবস্থিত একটি কৃত্রিম শীতল পানির ঝরনা। 

মদিনার মসজিদে নববীর পাশেই মানসা কুবা এলাকায় নির্মিত এই শীতল পানির ঝরনা। গরমের ক্লান্তি ভুলে নানা দেশের প্রবাসীরা প্রতিদিন সন্ধ্যায় এসে জড়ো হন। কেউ আসেন জিরিয়ে নিতে। কেউবা শুধুই আড্ডা দিতে। মদিনার মানসা কুবার এখানে বেশ কিছুক্ষণ ঘুরেফিরে কথা হলো কয়েকজন বাংলাদেশি প্রবাসী ভাইদের সাথে। কুমিল্লা জেলার প্রবাসী বাংলাদেশি মীর হোসেন মদিনাতেই থাকেন। তিনি বললেন, "ডিউটি শেষে এখানে এসে একটু বসি, দেশি-বিদেশি ভাইদের সঙ্গে দেখা হয়, আড্ডা হয়। এই জায়গাটাই এখন আমাদের প্রবাস জীবনের একটা শান্তির জায়গা।"

অন‍্যদিকে, মাদারীপুরের মো. পারভেজ জানান, তিনি মদিনায় নতুন। তেমন কাউকেই চেনেন না, কাজ করেন লেবারের। তাই সন্ধ্যা শেষে এই মানসা কুবায় আড্ডা দেন, তার ভালো লাগে। পারভেজ আক্ষেপ করে বলেন, ‘আমাদের দেশে বড় শহরে এমন ঝরনা ২-১টা থাকলেও সর্বত্র নেই। যদি সব জায়গায় থাকত, আমার মাদারীপুরেও থাকতো, তাহলে আমার বাচ্চাও হয়তো খেলতে পারত।’

এখানে শিশুরা ঝরনার শীতল জলে গোসল করে, খেলে বেড়ায় মনের আনন্দে। ঝরনার তালে শিশুদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রবাসী বাঙালিরা বলছেন, মরুর বুকে এই জায়গাখানি তাদের কাছে খুবই প্রশান্তির।

প্রবাসী বাংলাদেশি শুভ একজন তরুণ। তিনি বলেন, 'এখানে আসি, বসে দেশের মতো ২-৩ জন বন্ধু মিলে আড্ডা দিই এবং দেশের আড্ডার কথা স্মরণ করি, বন্ধুদের সাথে গল্প করি। ভালো লাগে।’

বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি মদিনায় বসবাসরত নানা দেশের প্রবাসীরাও জড়ো হন প্রতিদিন। এই ঝরনা যেন হয়ে উঠেছে নানা বর্ণের, নানা দেশের মানুষের প্রবাসী মিলনমেলায়।

এটি শুধু একটি ঝরনাই নয়, মদিনার বুকফাটা গরমের মাঝে এ যেন এক টুকরো প্রশান্তি। মানসা কুবার এই ঝরনার পাড়ে বসে থাকা পৃথিবীর বিভিন্ন দেশের ভাষাবাসী মানুষকে এক স্থানের আড্ডা যেন ইসলামের সুমহান শিক্ষা ভ্রাতৃত্ববোধের এক দৃষ্টান্ত।

Logo