আমিরাতে ভয়াবহ দাবদাহ; তাপমাত্রা উঠেছে ৫১ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২৩:৩৩

২৪ মে ২০২৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরের সুয়েহানে দুপুর ১:৪৫ মিনিটে তাপমাত্রা ৫১.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এদিনের সর্বোচ্চ তাপমাত্রা।
জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) পূর্বাঞ্চলে, বিশেষ করে আল আইন এলাকায় বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং ধুলিঝড়ের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে।
সাধারণভাবে, আবহাওয়া মেঘলা থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বাতাসের গতি দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিম দিকে ১০-৩০ কিলোমিটার/ঘণ্টা হতে পারে।
সমুদ্রের অবস্থা আরব উপসাগর এবং ওমান সাগরে সামান্য উত্তাল থাকবে।
জনসাধারণের জন্য পরামর্শ:
দুপুরের চরম গরমের সময় বাইরে যাওয়া এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান করুন।
আল আইন এবং আশপাশের এলাকায় বৃষ্টিপাত ও ধুলিঝড়ের কারণে রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
তথ্যসূত্র: গালফ নিউজ