সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে
জনতা ব্যাংকের ইউএই নির্বাহী কার্যালয় ও আবুধাবি শাখা স্থানান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২২:৪৫

দেশের রেমিট্যান্স বিপ্লবের বড় মাধ্যমগুলোর একটি জনতা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১৭ দিনে রাষ্ট্রায়াত্ব এ ব্যাংকটির মাধ্যমে এসেছে প্রায় ১৮৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স। ব্যাংকটির সূত্র মতে এই বিপুল পরিমাণ রেমিট্যান্সের একটা বড় অংশই এসেছে মধ্যপ্রাচ্য থেকে। তাই এ অঞ্চলের প্রবাসীদের জন্য ব্যাংকটি চালু করেছে বিশেষ সেবা সার্ভিস।
তারই অংশ হিসেবে জনতা ব্যাংক পিএলসির সংযুক্ত আরব আমিরাতের নির্বাহী কার্যালয় ও আবুধাবি শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গত বছরের অক্টোবর মাসে ইলেক্টা রোডের পুরোনো কার্যালয়টি বড় পরিসরে বর্তমান হামদান রোডে স্থানান্তরিত হয়।
এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এ সময় দূতাবাসের উপ-প্রধান শাহনাজ রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম এবং কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এবং ব্যবস্থাপক রেজাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, মোহাম্মদ রাজা মল্লিক, আবু জাহেদ ইমরান সিআইপি, মাহমুদ আজম খান সিআইপি প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পরে রাষ্ট্রদূত, ব্যাংকের চেয়ারম্যান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের মুক্ত আলোচনা হয়। এতে গ্রাহকরা ব্যাংকের বর্তমান সেবার মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি বিভিন্ন অভিযোগ, অনুযোগ তুলে ধরে ব্যাংকিং সেবার মান আরো যুগোপযোগী করার প্রস্তাব করেন।