
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ওয়াফি সিটিতে বিশ্বের সবচেয়ে বৃহৎ ভিসা আবেদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভিএফএস গ্লোবালের অধীনে পরিচালিত এই কেন্দ্রটি প্রতিদিন ১০ হাজার পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করতে সক্ষম, যা এ পর্যন্ত বিশ্বের যে কোনো ভিসা কেন্দ্রে সর্বোচ্চ।
প্রায় ১,৫০,০০০ বর্গফুট এলাকাজুড়ে গড়ে ওঠা এ আধুনিক সুবিধাসম্পন্ন কেন্দ্রটি আমিরাতবাসী ও প্রবাসীদের জন্য আন্তর্জাতিক যাতায়াত সহজতর করার পাশাপাশি দুবাইকে একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় সহায়ক হবে।
দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের মহাপরিচালক হেলাল সাঈদ আল মারি বলেন, “বিশ্বের প্রতিভা, পর্যটক ও বিনিয়োগকারীদের আকর্ষণে ভিসা প্রক্রিয়াকে সহজতর করাই আমাদের লক্ষ্য। এটি দুবাইকে ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে আরো সুসংহত করবে।”
কেন্দ্রটিতে কাজ করছেন ২৫টিরও বেশি দেশের ৪০০ জনের বেশি প্রশিক্ষিত কর্মী। আবেদনকারীদের সুবিধার্থে এখানে রয়েছে স্ব-পরিষেবা কিয়স্ক, নিরাপদ লকার, ফটো বুথ, ফটোকপি স্টেশন, টাচ-স্ক্রিন তথ্যকেন্দ্র এবং QR কোডভিত্তিক চেক-ইন সিস্টেম।
এছাড়া প্রবীণ, পরিবারসহ যাত্রীরা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য রয়েছে বিশেষ দ্রুত-ট্র্যাক লেন ও স্বেচ্ছাসেবক সহায়তা সেবা। আবেদন প্রক্রিয়ায় দ্রুততা, নিরাপত্তা ও উচ্চমান নিশ্চিত করতেই এই আধুনিক প্রযুক্তিনির্ভর সুবিধাগুলো চালু করা হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
বিশ্বব্যাপী যোগাযোগ ও ভ্রমণের ক্ষেত্রে দুবাই যে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে, এই নতুন ভিসা আবেদন কেন্দ্র তারই আরো এক প্রমাণ।
তথ্যসূত্র: আকাশযাত্রা