৪ নদীর নামে কাতারে প্রবাসীদের ফুটবল দল, চ্যাম্পিয়ন মেঘনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২০:২০

বাংলাদেশের ৪ নদীর নামে গঠিত চারটি দল নিয়ে কাতারে অনুষ্ঠিত হলো প্রবাসীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাসের আয়োজনে হওয়া এ টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ‘পদ্মাকে’ ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ‘মেঘনা’।
দোহা কেমব্রিজ স্কুল মাঠে ১৬ মে রাতে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
এতে অংশ নেয় ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ ও ‘সুরমা’ নামে চারটি দল। সবগুলোই কাতারপ্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত দল।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। পুরস্কৃত করা হয় ম্যাচসেরা খেলোয়াড়দেরও।
রাষ্ট্রদূত বলেন, “প্রবাসীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করে, কাতারে বসেও আমরা একসূত্রে বাঁধা। দূতাবাসের পক্ষ থেকে ভবিষ্যতে এমন আরো আয়োজন অব্যাহত থাকবে।”
প্রবাসী ফুটবল খেলোয়াড়রা জানান, কর্মব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন তাদের মাঝে আনন্দ ও সংহতির অনুভব জাগায়। নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম