সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে
দেশের দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠনের কথা ভাবছে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২২:১৭

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অর্থ পাচারে জড়িতদের ধরতে প্রয়োজনে বিদেশি রাষ্ট্রগুলোর সহযোগিতা নেয়া হবে। তিনি বলেন, বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারকারীদের সম্পদ জব্দের লক্ষ্যে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। দেশের দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের বিষয়ে তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থাকে সবল করতে প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে নতুন করে মূলধন দিয়ে পুনর্গঠন করার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার।
দুবাইয়ে রেডিসন ব্লু হোটেলে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সাম্প্রতিক বছরগুলোতে আরব আমিরাত প্রবাসীরা সর্বাধিক রেমিট্যান্স প্রেরণ করায় তাদের ধন্যবাদ জানান।
বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে ব্যাংক ফি কমানোর ব্যাপারে জোর দেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান প্রবাসী কমিউনিটির নেতারা।
সভায় জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতা জাকির হোসাইন, প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।