Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

৫০৩৩ পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে আমিরাত সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০০:০৯

৫০৩৩ পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে আমিরাত সরকার

সৌদি আরব থেকে ৫ হাজার ৩৩ পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে এবং আরো পাঁচটি দেশ থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে ৩৬৯ জনকে আটক করা হয়েছে গত ১৬ মাসে।

বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে পিপিপি এমএনএ সেহার কামরানের করা এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই তথ্য উপস্থাপন করেন।

মন্ত্রীর সরবরাহকৃত সরকারি তথ্যে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালেই এই ছয় দেশ থেকে ৪ হাজার ৮৫০ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়, আর চলতি বছরে (২০২৫) এখন পর্যন্ত ফেরত এসেছে ৫৫২ জন।

যদিও প্রশ্নকারী গত তিন বছরের তথ্য জানতে চেয়েছিলেন, তবে মন্ত্রী জানুয়ারি ২০২৪ থেকে শুরু করে তথ্য উপস্থাপন করেন।

আশ্চর্যজনকভাবে প্রদেশভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ফেরত পাঠানোদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত পাঠানোদের মধ্যে সিন্ধু প্রদেশের ২ হাজার ৭৯৫ জন, পাঞ্জাবের ১ হাজার ৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়ার ১ হাজার ২ জন, বেলুচিস্তানের ১২৫ জন, আজাদ কাশ্মীরের ৩৩ জন এবং ইসলামাবাদের ১০ জন।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo