Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ক্রিপ্টোকারেন্সিতে এবার সরকারি ফি দেয়া যাবে দুবাইয়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:১০

ক্রিপ্টোকারেন্সিতে এবার  সরকারি ফি দেয়া যাবে দুবাইয়ে

দুবাই সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছে যে, শিগগির নাগরিকরা সরকারি সেবার ফি পরিশোধে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগটি দুবাইয়ের ডিজিটাল অর্থনীতির অগ্রগতির অংশ হিসেবে গৃহীত হয়েছে।

দুবাইয়ের ফিন্যান্স বিভাগ (DOF) এবং আন্তর্জাতিক ডিজিটাল অ্যাসেট প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডট কমের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে, ক্রিপ্টো ডট কমের ওয়ালেট ব্যবহার করে নাগরিকরা সরকারি সেবার ফি পরিশোধ করতে পারবেন, যেখানে পেমেন্টগুলো আমিরাতের দিরহামে রূপান্তরিত হয়ে DOF-এর অ্যাকাউন্টে জমা হবে।

এই পদক্ষেপটি দুবাইয়ের "ক্যাশলেস স্ট্র্যাটেজি" এবং "দুবাই ইকোনমিক এজেন্ডা D33"-এর অংশ, যার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সরকারি ও বেসরকারি খাতে ৯০ শতাংশ লেনদেন নগদবিহীন করা। এই রূপান্তর বার্ষিকভাবে স্থানীয় অর্থনীতিতে ৮ বিলিয়ন দিরহামেরও বেশি অবদান রাখতে পারে।

লেনদেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে, এই পেমেন্ট মডেলে স্টেবলকয়েন ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে, যা ফিয়াট মুদ্রার সাথে সংযুক্ত থাকে এবং মূল্যের অস্থিরতা কমায়।

ক্রিপ্টো ডট কম, যা VARA দ্বারা লাইসেন্সপ্রাপ্ত, এই প্রকল্পের প্রযুক্তিগত সহায়ক হিসেবে কাজ করবে। এই মডেলটি সফলভাবে বাস্তবায়িত হলে এটি অন্যান্য সরকারি ব্যবস্থার জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করতে পারে।

এই উদ্যোগটি দুবাইয়ের উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণের ধারাবাহিকতা এবং নিয়ন্ত্রিত পরিবেশে ডিজিটাল অর্থনীতির বিকাশের প্রতিফলন।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo