
সৌদি আরবের ই-হজ সিস্টেমে হজের ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার নতুন অপশন চালু হয়েছে। কোনো হজযাত্রী যদি হজের ভিসা বাতিল করতে চান, তিনি বাতিল করতে পারবেন।
৮ মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
উপসচিব মামুন আল ফারুকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌদি ই-হজ ২০২৫ সালে হজের ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীদের জন্য ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এই সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।
তথ্যসূত্র: সময় অনলাইন