Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে ১০টি বিশ্ববিদ্যালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ২৩:২২

সৌদি আরবে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে ১০টি বিশ্ববিদ্যালয়

সৌদি আরব আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ প্রদান করছে। এর আওতায় স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ আছে। এই বৃত্তিগুলো টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্য বীমা এবং ভ্রমণ ব্যয় কভার করে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহ:

- কিং সৌদ বিশ্ববিদ্যালয় (KSU)- রিয়াদ

- কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় (KAU)– জেদ্দা

- কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় (KFUPM)– ধাহরান

- কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KAUST)- থুওয়াল

- প্রিন্সেস নুরাহ বিনত আবদুর রহমান বিশ্ববিদ্যালয় (PNU)– রিয়াদ

- ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা– মদিনা

- ইমাম আবদুর রহমান বিন ফয়সাল বিশ্ববিদ্যালয় (IAU)– দাম্মাম

- জাজান বিশ্ববিদ্যালয়– জাজান

- নর্দার্ন বর্ডার বিশ্ববিদ্যালয়– আরার

- তাইবাহ বিশ্ববিদ্যালয়– মদিনা

আবেদনপত্রের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

- বৈধ পাসপোর্ট

- সাম্প্রতিক ব্যক্তিগত ছবি

- ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর

- সৌদি আরবে বসবাসরত একজন গ্যারান্টরের যোগাযোগ তথ্য

- উচ্চ মাধ্যমিক সনদ (আরবি ভাষায় হলে অগ্রাধিকার)

- জন্ম সনদ

- জাতীয় পরিচয়পত্র নম্বর

- পিতামাতার পরিচয়পত্র

- পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুপারিশপত্র

- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ)

- সাম্প্রতিক মেডিকেল পরীক্ষার রিপোর্ট (কমপক্ষে ৩ মাসের মেয়াদ)

আবেদন পদ্ধতি:

আগ্রহী শিক্ষার্থীরা https://studyinsaudi.moe.gov.sa/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের শেষ তারিখ জুন থেকে অক্টোবরের মধ্যে পরিবর্তিত হয়, তাই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য যাচাই করা উচিত।

এই বৃত্তিগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে উচ্চশিক্ষার একটি চমৎকার সুযোগ প্রদান করে।

মাইগ্রেশন কনসার্ন ডেস্ক রিপোর্ট।

Logo