Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

হজযাত্রীদের সতর্ক করে সৌদি আরবের নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:২৪

হজযাত্রীদের সতর্ক করে সৌদি আরবের নির্দেশনা

হজ ভিসা নীতি ভঙ্গকারীদের বিষয়ে সতর্ক করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। কেউ যদি হজ ভিসা নীতি লঙ্ঘন করে, তাহলে তাকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আল আরাবিয়া এমন খবর প্রকাশ করেছে।

এই শাস্তি এড়াতে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হজ ভিসায় হজ পালনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এ নির্দেশনা অমান্য করে ভ্রমণ ভিসা অথবা অন্য কোনো উপায়ে হজ করতে গিয়ে কেউ ধরা পড়ে, তাহলে তাকে ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

এছাড়া কেউ যদি হজের অনুমতি না নিয়ে হজ পালন করে এবং কেউ তার জন্য ভ্রমণ ভিসার আবেদন করে। তাহলে সেই ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ২৬ হাজার মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হতে পারে। হজ মৌসুমের সময় ভ্রমণ ভিসায় আগত ব্যক্তিদের মক্কা কিংবা এর আশপাশে নিয়ে আসা হলে একই শাস্তির কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভ্রমণ ভিসায় আগতদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসস্থান, আশ্রয়কেন্দ্র বা অন্য কোনো হজযাত্রীদের আবাসনস্থলে থাকার সুযোগ করে দেওয়া, কিংবা তাদের লুকিয়ে রাখা অথবা মক্কা বা পবিত্র স্থানগুলোতে অবস্থান করার মতো কোনো ধরনের সহায়তা প্রদান করাও এই শাস্তির অন্তর্ভুক্ত।

সামজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করছে, তাদের কেউ হজে অংশ করে ধরা পড়লে ১০ বছরের জন্য সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এছাড়া অপরাধের মাত্রা যত বেশি হবে, শাস্তিও তত বাড়বে।

পবিত্র হজ হলো মুসলিমদের জন্য একটি বার্ষিক ইসলামিক বিধানাবলি। আর্থিকভাবে সমর্থ ও মানসিকভাবে সুস্থ প্রত্যেক মুসলিম ব্যক্তির জীবনে একবার হজ পালন করা ফরজ।

চলতি বছর আগামী ৬ জুন শুক্রবার বিকেল থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ১১ জুন বুধবার শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: ঢাকা মেইল

Logo