দুবাই বিমানবন্দরে নিরাপত্তা চেকিংয়ে নতুন প্রযুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:১০

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা চেকিং এখন আরো দ্রুত ও সহজ হচ্ছে। নতুন প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের আর ল্যাপটপ, ট্যাবলেট বা তরল পদার্থ (যেমন পানির বোতল বা প্রসাধনী) হাতব্যাগ থেকে বের করতে হবে না।
দুবাই বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ে নতুন স্ক্যানার প্রযুক্তি চালু হয়েছে, যা ব্যাগের ভেতরের জিনিসপত্র স্পষ্টভাবে স্ক্যান করতে সক্ষম। এর ফলে যাত্রীদের আর ইলেকট্রনিক ডিভাইস বা তরল পদার্থ আলাদা করে বের করতে হবে না।
নতুন এই নিরাপত্তা ব্যবস্থা ধাপে ধাপে চালু করা হচ্ছে এবং শিগগিরই এটি পুরোপুরি কার্যকর হবে।
এই উদ্যোগের মাধ্যমে দুবাই বিমানবন্দর বিশ্বমানের প্রযুক্তি ও যাত্রীসেবায় আরো এক ধাপ এগিয়ে গেল। এটি অন্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর জন্যও একটি উদাহরণ হতে পারে।
তথ্যসূত্র: গালফ নিউজ