শত শত পাইলট নিয়োগ দিচ্ছে এমিরেটস, মাসিক বেতন ৪৬ হাজার দিরহাম!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:৫৫

বিশ্বব্যাপী বিমান শিল্পে পাইলটের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে শত শত পাইলট নিয়োগের ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। এ লক্ষ্যে তারা বিশ্বের ১৮টি দেশের ২৬টি শহরে নিয়োগ কার্যক্রম চালাচ্ছে।
এমিরেটস জানায়, এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় তারা বিভিন্ন পদে- ফার্স্ট অফিসার, অ্যাক্সেলারেটেড কমান্ড প্রোগ্রাম এবং ডাইরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন নিয়োগ দেবে।
পদের বিবরণ ও যোগ্যতা
ডাইরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন (A350, A380):
- কমপক্ষে ৭,০০০ ঘণ্টা মাল্টি-ক্রু, মাল্টি-ইঞ্জিন উড়োজাহাজ চালনার অভিজ্ঞতা
- এর মধ্যে ৩,০০০ ঘণ্টা কমান্ড টাইম থাকতে হবে অ্যারবাস A330, A340, A350, A380-এর মতো ওয়াইডবডি উড়োজাহাজে
- বৈধ ICAO ATPL ও ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেটে
অ্যাক্সেলারেটেড কমান্ড প্রোগ্রাম (Boeing 777):
- ৬,০০০ ঘণ্টার ফ্লাইং টাইম এবং ৫০ টনের বেশি ওজনের উড়োজাহাজে কমপক্ষে ৩,০০০ ঘণ্টা কমান্ড টাইম
- প্রশিক্ষণের ৭০০ ঘণ্টা ফ্লাইট ও দুটি সফল রিকারেন্ট চেকের পর ক্যাপ্টেনে উন্নীত হওয়ার সুযোগ
ফার্স্ট অফিসার:
- অন্তত ২,০০০ ঘণ্টা মাল্টি-ক্রু, মাল্টি-ইঞ্জিন উড়োজাহাজে (২০ টন বা তার বেশি)
- ICAO ATPL ও ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট আবশ্যক
বেতন ও সুযোগ-সুবিধা
- এমিরেটসের পাইলটরা পান আকর্ষণীয় বেতন ও সুবিধা।
- ফার্স্ট অফিসার: প্রতি মাসে বেসিক বেতন ৩০,৮২৬ দিরহাম, বাড়তি সুযোগে বেড়ে হতে পারে ৩৩,৭৮১ দিরহাম
- অ্যাক্সেলারেটেড প্রোগ্রাম: মাসিক ৩৬,৪৪৬ দিরহাম
- ডাইরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন: মাসিক ৪৬,৬৭০ দিরহাম
সাথে রয়েছে:
- করমুক্ত আয়
- আধুনিক আবাসন
- প্রত্যেক সন্তানকে প্রাথমিক শিক্ষায় ৪২,৭৫০ এবং মাধ্যমিকে ৬৫,২৫০ দিরহাম শিক্ষা ভাতা
- বছরে ৪২ দিনের ছুটি ও বিজনেস ক্লাস টিকিট
- স্বাস্থ্য, দাঁতের ও জীবন বীমা
- পরিবারের জন্যও ভ্রমণ ও কার্গো ছাড়
বিশ্বজুড়ে পাইলট সংকট দিন দিন প্রকট হচ্ছে। কনসালট্যান্সি ফার্ম অলিভার ওয়াইম্যান পূর্বাভাস দিয়েছে, ২০৩২ সালের মধ্যে বিশ্বে প্রায় ৮০ হাজার পাইলটের ঘাটতি দেখা দেবে। শুধু মধ্যপ্রাচ্যেই চাহিদা হবে ১৮ হাজার পাইলটের।
এই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে আগ্রহীরা আবেদন করতে পারেন এমিরেটসের অফিসিয়াল ওয়েবসাইটে: www.emiratesgroupcareers.com/pilots
তথ্যসূত্র: খালিজ টাইমস