দুবাইয়ে মাত্র দুই ঘণ্টায় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:৫৯

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন কার্ড এখন থেকে মাত্র দুই ঘণ্টার মধ্যে বাসায় বসেই পাওয়া যাবে। রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA) সম্প্রতি এই দ্রুত ডেলিভারি সেবা চালু করেছে, যা দেশটির প্রবাসী ড্রাইভারদের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে।
ডেলিভারির তিনটি বিকল্প:
প্রিমিয়াম ডেলিভারি (শুধু দুবাই): ২ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি, ৫০ দিরহাম।
সেম ডে ডেলিভারি (দুবাই, শারজাহ, আবুধাবি): একই দিনে, ৩৫ দিরহাম।
স্ট্যান্ডার্ড ডেলিভারি (সারা ইউএই): সাধারণ ডেলিভারি, ২০ দিরহাম।
ড্রাইভার ভিসায় যাওয়া বাংলাদেশিদের জন্য কী সুবিধা?
প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী ড্রাইভার ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যান। তাদের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল সময়মতো লাইসেন্স হাতে পাওয়া, যা চাকরিতে যোগদানে বিলম্ব করত। এই নতুন সেবাটি সেই সমস্যার সমাধান করবে।
উল্লেখযোগ্য সুবিধাগুলো:
দ্রুত কাজ শুরু: লাইসেন্স হাতে পেতে দেরি হলে ড্রাইভাররা কাজে ঢুকতে পারেন না। এখন প্রিমিয়াম ডেলিভারির মাধ্যমে ২ ঘণ্টার মধ্যেই লাইসেন্স হাতে পাওয়া সম্ভব, ফলে দ্রুত কাজে যোগদান করা যাবে।
ঘরে বসেই ডেলিভারি: নতুন প্রবাসীরা সাধারণত শহর চেনেন না। লাইসেন্স নিতে আর কোথাও যেতে হবে না। আবেদন করার পর এটি সরাসরি বাসায় পৌঁছে যাবে।
মোবাইল বা অনলাইনেই আবেদন: RTA-এর অ্যাপ বা ওয়েবসাইট থেকে লাইসেন্স নবায়ন বা নতুন করে পাওয়ার আবেদন করা যাচ্ছে, যা সময় ও খরচ দুটোই বাঁচাচ্ছে।
সর্বশেষ প্রযুক্তির ব্যবহার: RTA এখন পুরো লাইসেন্স প্রক্রিয়ায় অটোমেশন এনেছে। প্রাথমিকভাবে এক্সাম ও কাগজপত্র জমা দেওয়ার পর, সব কিছু ডিজিটালি সম্পন্ন হয়।
বাংলাদেশি একটি হাউস ড্রাইভার এজেন্সির বক্তব্য:
দুবাইয়ে চালক সরবরাহকারী একটি এজেন্সির কর্মকর্তা বলেন “আগে অনেক সময় লাগত ড্রাইভারদের লাইসেন্স পেতে। এতে আমাদের ক্লায়েন্টদের ডেলিভারি বা পার্সোনাল ড্রাইভার নিয়োগে দেরি হতো। এখন মাত্র ২ ঘণ্টায় লাইসেন্স পৌঁছে গেলে আমাদের সার্ভিস আরো নির্ভরযোগ্য হবে।”
দুবাইয়ে RTA-এর নতুন স্মার্ট ডেলিভারি সেবাটি বাংলাদেশি ড্রাইভার ভিসাধারীদের জন্য বড় একটি সুবিধা। যারা নতুন ভিসা নিয়ে ইউএইতে যাচ্ছেন, তারা যেন এই অনলাইন প্রক্রিয়া ও দ্রুত ডেলিভারির সুবিধা সম্পর্কে জানেন, সেটি গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: গালফ নিউজ