Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ের গ্লোবাল ভিলেজে শিশুদের প্রবেশ ফ্রি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৫

দুবাইয়ের গ্লোবাল ভিলেজে শিশুদের প্রবেশ ফ্রি

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিনোদন কেন্দ্র গ্লোবাল ভিলেজ এবার একটি বিশেষ সুযোগ ঘোষণা করেছে। চলতি ২৯তম মৌসুমের শেষ দিন ১১ মে ২০২৫ পর্যন্ত ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ একেবারে বিনামূল্যে। সাধারণত ৩ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্যই এ সুবিধা চালু ছিল। তবে এবারের মৌসুমে নতুন করে শিশুদের এই ছাড় ঘোষণা করা হয়েছে।

১৯৯৭ সালে কয়েকটি ক্ষুদ্র খুচরা দোকান নিয়ে যাত্রা শুরু করেছিল গ্লোবাল ভিলেজ। ধীরে ধীরে এটি পরিণত হয় দুবাইয়ের শীর্ষ আউটডোর আকর্ষণে। চলতি মৌসুমে এখানে রয়েছে ৩০টি প্যাভিলিয়নে ৯০টিরও বেশি সংস্কৃতি, ১৭৫টিরও বেশি রাইড, গেমস ও বিভিন্ন আকর্ষণ; যা প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থীকে আকৃষ্ট করছে।

প্রবেশমূল্য:

সপ্তাহের দিনগুলো (রোববার থেকে বৃহস্পতিবার, সরকারি ছুটি বাদে): ২৫ দিরহাম

যে কোনো দিন প্রবেশযোগ্য টিকিট: ৩০ দিরহাম

৩ বছরের নিচে শিশু, ৬০ বছরের বেশি প্রবীণ ও বিশেষ সক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রবেশ ফ্রি

গ্লোবাল ভিলেজে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে ২০০টির বেশি লাইভ পারফরম্যান্স, রয়েছে বাচ্চাদের জন্য থিয়েটার, জনপ্রিয় কার্টুন চরিত্রদের লাইভ শো এবং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী হেরিটেজ এরিয়া।

খোলার সময়সূচি:

রোববার থেকে বুধবার: বিকেল ৪টা-রাত ১২টা

বৃহস্পতিবার থেকে শনিবার: বিকেল ৪টা-রাত ১টা

মঙ্গলবার (সরকারি ছুটি ছাড়া): শুধু নারী, শিশু ও পরিবারের জন্য নির্ধারিত

প্রথম দিন (ওপেনিং ডে): কার্যক্রম শুরু হয় সন্ধ্যা ৬টা থেকে

টিকিট পাওয়া যাচ্ছে গ্লোবাল ভিলেজের অফিসিয়াল ওয়েবসাইটে: www.globalvillage.ae

পরিবারের সবাইকে নিয়ে এই মৌসুমের শেষ দিনগুলোতে গ্লোবাল ভিলেজ ঘুরে দেখার এটি একটি দারুণ সুযোগ, বিশেষ করে যারা শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় বিনোদন খুঁজছেন।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo