Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিনা অনুমতিতে হজ করলে সৌদিতে ১০ বছর নিষিদ্ধ!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:৩১

বিনা অনুমতিতে হজ করলে সৌদিতে ১০ বছর নিষিদ্ধ!

ভিসা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও জরিমানার ঘোষণা করেছে সৌদি আরব। 

ভিসার মেয়াদোত্তীর্ণ ও অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ১০ বছরের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা ও বহিষ্কার করার ঘোষণা করেছে দেশটির সরকার।

হজের অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা রোধে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯ এপ্রিল কঠোর শাস্তিমূলক এ ব্যবস্থা ঘোষণা করেছে।

যেসব ব্যক্তি অনুমতি ছাড়া হজ পালন করবেন বা এর চেষ্টা করবেন, তাদের সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই শাস্তি প্রযোজ্য ভিজিট ভিসাধারীদের জন্য, যারা ২৯ এপ্রিল মঙ্গলবার (১ জিলকদ) থেকে ১৪ জিলহজ পর্যন্ত মক্কায় প্রবেশ করে সেখানে অবস্থান করার চেষ্টা করবেন। 

এর আগে এপ্রিল মাসেই, সৌদি কর্তৃপক্ষ ভিসার মেয়াদোত্তীর্ণদের বিরুদ্ধে শাস্তি আরো কঠোর করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, যেসব ভিসা স্পন্সর (কফিল) সময়মতো তাদের প্রবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাদের প্রস্থানের বিষয়টি রিপোর্ট করবেন না, তাদের সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত জেল এবং বহিষ্কৃত হওয়ার শাস্তি দেওয়া হতে পারে।

সোমবার ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, কেউ যদি অন্যের জন্য ভিজিট ভিসা আবেদন করেন এবং সেই ব্যক্তি অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেন বা নির্ধারিত সময়ের মধ্যে মক্কায় প্রবেশ করেন, তাহলে সেই আবেদনকারীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। অবৈধ হজযাত্রী পরিবহনে ব্যবহৃত যে কোনো যানবাহন জব্দ করা হবে।

একই জরিমানা প্রযোজ্য হবে

যারা ভিজিট ভিসাধারীদের মক্কায় হজ পালনের উদ্দেশে নিয়ে যাবেন,

কিংবা যেসব ব্যক্তি হোটেল, বাসা বা অ্যাপার্টমেন্টে এই অবৈধ ভিসাধারীদের আশ্রয় দেবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই কঠোর পদক্ষেপ দেশটির সরকারের নিরাপত্তা ও হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টার অংশ।

সূত্র: খালিজ টাইমস

Logo