আমিরাতে চাকরি হারালেও অনলাইনে মিলবে বেকার ভাতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩১

সংযুক্ত আরব আমিরাতে চাকরি হারানো কর্মীদের জন্য বেকার ভাতা (ইনভলান্টারি লস অব এমপ্লয়মেন্ট বা ILOE) পাওয়ার প্রক্রিয়া এখন আরো সহজ হয়েছে। কর্মীরা এখন ঘরে বসেই অনলাইনে ক্ষতিপূরণের আবেদন করতে পারছেন। দেশটির সরকারি ওয়েবসাইট www.iloe.ae-এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাচ্ছে, যা পুরো প্রক্রিয়াকে করেছে আরো স্বচ্ছ ও দ্রুত।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব কর্মী টানা অন্তত ১২ মাস ধরে ILOE বীমার আওতায় ছিলেন এবং নিজের ইচ্ছার বাইরে চাকরি হারিয়েছেন, তারাই কেবল এই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। চাকরি ছাড়ার কারণ যদি স্বেচ্ছায় হয় বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিচ্যুতি ঘটে, তাহলে কোনো ক্ষতিপূরণ মিলবে না। আবেদনকারীদের চাকরি হারানোর ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে এবং অবশ্যই তাদের কর্মসংস্থান পারমিট বাতিল থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়াটি বেশ সরল। iloe.ae ওয়েবসাইটে গিয়ে ইমিরেটস আইডি ও নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) মাধ্যমে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ক্লেইম সাবমিশন’ অপশনে গিয়ে চাকরি হারানোর তথ্য নিশ্চিত করতে হবে। আবেদনপত্রে সঠিক তথ্য প্রদান এবং প্রমাণপত্র জমা দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট বা নির্দিষ্ট মানি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা সংগ্রহের ব্যবস্থা করা যাবে।
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে কর্মীর মূল বেতনের ওপর ভিত্তি করে। যারা ১৬,০০০ দিরহাম বা তার কম মূল বেতনে চাকরি করতেন, তারা শেষ ছয় মাসের গড় মূল বেতনের ৬০ শতাংশ পর্যন্ত অর্থ পাবেন, সর্বোচ্চ ১০,০০০ দিরহাম পর্যন্ত। অন্যদিকে, যাদের মূল বেতন ১৬,০০০ দিরহামের বেশি, তাদের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ২০,০০০ দিরহাম পর্যন্ত নির্ধারিত। ক্ষতিপূরণ সর্বোচ্চ তিন মাস পর্যন্ত প্রদান করা হবে বা নতুন চাকরি পাওয়া পর্যন্ত চালু থাকবে।
আবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ ১৪ কার্যদিবসের মধ্যে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে। প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আবেদনকারীরা ওয়েবসাইটের 'My Claims' সেকশনে গিয়ে নিয়মিত আপডেট জানতে পারবেন।
এই ডিজিটাল সুবিধার ফলে সংযুক্ত আরব আমিরাতের কর্মজীবীরা কর্মসংস্থান হারানোর পরও দ্রুত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন, যা দেশটির শ্রমবাজারের স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: গালফ নিউজ