Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে বাধ্যতামূলক হলো বেকার ভাতা বীমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩০

আমিরাতে বাধ্যতামূলক হলো বেকার ভাতা বীমা

সংযুক্ত আরব আমিরাতের কর্মজীবীদের জন্য চালু করা হয়েছে বাধ্যতামূলক বেকার ভাতা বীমা বা ইনভলান্টারি লস অব এমপ্লয়মেন্ট (ILOE) স্কিম। দেশের সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের এই বিমায় নাম নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মী নিবন্ধন করবেন না, তাদের ৪০০ দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

নিবন্ধনের জন্য কর্মীদের iloe.ae ওয়েবসাইট, সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ অথবা অনুমোদিত এক্সচেঞ্জ হাউস ও কিয়স্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়ায় ইমিরেটস আইডি এবং মোবাইল নম্বর প্রয়োজন হবে। বীমা ফি নির্ধারণ করা হয়েছে কর্মীর মূল বেতনের উপর ভিত্তি করে, যাদের বেতন ১৬ হাজার দিরহাম বা তার কম, তাদের মাসিক প্রিমিয়াম ৫ দিরহাম; আর যাদের বেতন ১৬ হাজার দিরহামের বেশি, তাদের জন্য ১০ দিরহাম নির্ধারিত হয়েছে।

ILOE বীমায় নিবন্ধিত কর্মীরা যদি অনিচ্ছাকৃতভাবে চাকরি হারান, তাহলে তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। চাকরি হারানোর পর তিন মাস পর্যন্ত প্রতি মাসে মূল বেতনের ৬০ শতাংশ পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। তবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে, যেমন অন্তত ১২ মাসের নিয়মিত প্রিমিয়াম প্রদান এবং চাকরি ছাড়ার কারণ যেন শৃঙ্খলাভঙ্গ বা স্বেচ্ছাচারিতা না হয়।

সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের লক্ষ্য হলো কর্মীদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখা। তাই সময়মতো নিবন্ধন করে আইনের আওতায় থাকা এখন প্রতিটি কর্মীর জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo