
সংযুক্ত আরব আমিরাতের শাহজাহতে হয়ে গেল জমজমাট বৈশাখী উৎসব। উৎসব ঘিরে মরুর প্রান্তর যেন জেগে উঠেছিল বাংলাদেশিদের উচ্ছ্বাসে।
২৬ এপ্রিল শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত শারজাহর ইয়াকুব সৈনিক পার্ম হাউসে আয়োজন করা হয় জমজমাটপূর্ণ এ বৈশাখী মেলার। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি চিনিয়ে দেয়া আর প্রবাসীদের বিনোদনের মধ্য দিয়ে দেশীয় ঐতিহ্যকে তুলে আনাই ছিল বৈশাখী উৎসবের মূল লক্ষ্য।
আরব আমিরাতের সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ কালচারাল সেন্টারের উদ্যোগে এই বৈশাখী আয়োজন সাড়া ফেলে শারজাহ প্রবাসীদের মধ্যে। শত শত প্রবাসী বাংলাদেশির সপরিবারে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলার চিরায়িত সংস্কৃতি, ঐতিহ্য ধারণ করে বৈশাখের নাচ, গান, খেলাধুলা, কৌতুক, কবিতা আবৃত্তি ও পান্তা-ইলিশসহ দেশীয় হরেকরকম খাবারের সমারোহ ছিল উৎসবে। অনুষ্ঠান সাজিয়ে তোলা হয় নানারকম নকশায় বাংলার চিরায়ত রূপে। প্রবাসী পরিবারগুলো পোশাক-আশাকেও ফুটিয়ে তোলেন বাঙালিয়ানা। দূর প্রবাসে এমন চমৎকার আয়োজনে উপস্থিত হতে পেরে খুশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মও।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মুস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। পহেলা বৈশাখ আমাদের আপন শিকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন। তাই দেশের সংস্কৃতি-ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে, সেই সাথে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলার চিরায়িত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই মূলত এ আয়োজন। তিনি প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন মেনে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার পাশাপাশি নিজেকে সুনাগরিক হিসেবে পরিচয় দেয়ারও আহ্বান জানান।
পরে এক সাংস্কৃতিক আয়োজনে গানে গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। শিল্পীরা নানারকম পরিবেশনার মাধ্যমে আনন্দ দেয়ার চেষ্টা করেন উপস্থিত প্রবাসীদের। অনুষ্ঠানে বৈশাখের নাচ, গান, কৌতুক, কবিতা আবৃত্তি এবং শিল্পী বঙ্গশিমুল, সানজিদার পরিবেশনে আশির দশকের চলচ্চিত্রের সৃজনশীল গানের পরিবেশনা সবার হৃদয় ছুঁয়ে যায়।
উদযাপন কমিটির আহ্বায়ক শওকত ওসমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিসির সভাপতি প্রকৌশলী এ আর মাকসুদ, সহসভাপতি মোহাম্মদ আইয়ুব সিআইপি, শেখ আহমদ, প্রকৌশলী মাহাবুবুর রহমান টিটু, হাটহাজারী সমিতির মোহাম্মদ জমির উদ্দিন, মনিরুল হক টুটুল, শিমা রায়, মোহাম্মদ সেলিম উল্লাহ, উত্তম হাওলাদার, নাসের হেজাজি, ওমর ফারুক, নুরুল আমিন, আবদুল্লাহ আল মামুন, মনসুর আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মঈনুদ্দিন আকাশ, জয়নাল আবেদিনসহ বাংলাদেশ কমিউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আল-আইন, আবুধাবি ও দুবাইয়ের তিন শতাধিক প্রবাসী সপরিবারে উপস্থিত ছিলেন। দূর প্রবাসে এই ধরনের আয়োজনে উপস্থিত হতে পেরে প্রবাসী প্রজন্মরা আনন্দ প্রকাশ করে।
অনুষ্ঠানের শেষ প্রান্তে আল-আইন থেকে নির্বাচিত সিআইপি শেখ ফরিদ আহমেদ ও সিআইপি মোহাম্মদ আইয়ুবকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসের উল্লাহ নাসের ও মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আনজুম শিমুল ও মো. আব্দুল হান্নানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে