Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

লটারিতে দেড় লক্ষ দিরহাম করে পেলেন দুই বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৪:৩২

লটারিতে দেড় লক্ষ দিরহাম করে পেলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিট লটারিতে দুই বাংলাদেশি দেড় লক্ষ দিরহাম করে জিতেছেন, যা কমপক্ষে ৪৮ লাখ টাকা। দুই বাংলাদেশির একজন মিনহাজ চৌধুরী, অন‍্যজন রবিউল হাসান। মিনহাজ থাকেন ওমানে আর রবিউল থাকেন কাতারে। তারা অনলাইনের টিকিট কেটেছিলেন। 

৩৮ বছর বয়সী মিনহাজ চৌধুরী গত ১৫ বছর ধরে ওমানে বসবাস করছেন। তিনি একটি লেবার কোম্পানিতে কাজ করছেন। গত চার বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনছেন। তিনি ও তার আরো ১০ জন বন্ধু মিলে প্রতি মাসেই টিকিট কিনেন। 

বিজয়ের ফোন পেয়ে প্রথমে ভেবেছিলেন তিনি গ্র্যান্ড প্রাইজ জিতেছেন, পরে জানলেন এটি ই-ড্রর পুরস্কার। “আমি তখনই বিশ্বাস করলাম, যখন নিশ্চিতকরণ ই-মেইল পেলাম। যদিও এটা বড় পুরস্কার নয়, কিন্তু বড় জয়ের পথে এটি আমার প্রথম ধাপ!”  বললেন মিনহাজ। এই টাকা দিয়ে তিনি নতুন একটি বাড়ি তৈরি করতে এবং দান করতে চান।

আর ২৯ বছর বয়সী চট্টগ্রামের রবিউল হাসান কাতারে প্রায় আট বছর ধরে একজন ড্রাইভার হিসেবে কাজ করছেন। তিনি প্রথম বিগ টিকিটের বিজ্ঞাপন দেখেন দুই-তিন বছর আগে ফেসবুকে এবং সেখান থেকেই শুরু হয় তার যাত্রা। এরপর থেকে তিনি চারজন বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনে আসছেন।

জয়ের খবর পেয়ে তিনি উচ্ছ্বাসে ভেসে যান। তিনি বলেন, “আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এতটাই উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল যে লাফিয়ে উঠতে ইচ্ছা করেছিল!” এই অর্থ দিয়ে তিনি পরিবারকে নিয়ে একটি অবকাশ যাপন করতে চান এবং অন্যদের সাহায্য করার পরিকল্পনাও রয়েছে।

দুই বাংলাদেশি ছাড়াও ভারতের পক্কির আহমেদ মারাইকান, কেরালার ইঞ্জিনিয়ার জোজি আইজ্যাক, দেবদত্ত বসুদেবন একই মূল‍্যমানের লটারি জিতেছেন। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এপ্রিল মাসজুড়ে বিগ টিকিট দিচ্ছে ২৫ মিলিয়ন দিরহামের পুরস্কার, সাপ্তাহিক নগদ ড্র, বিলাসবহুল গাড়ি উপহার এবং বিগ উইন কনটেস্ট। চলতি মাসে রয়েছে বিশেষ অফার- দুটি টিকিট কিনলে দুটি ফ্রি। প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী ১ লাখ ৫০ হাজার দিরহাম করে পাচ্ছেন বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্র থেকে। এপ্রিল মাসে কেনা প্রতিটি টিকিট এই ড্রতে যোগ্য এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার। এই মাসে দুটি বিলাসবহুল গাড়িও উপহার দেওয়া হবে। ৩ মে একজন বিজয়ী পাবেন রেঞ্জ রোভার ভেলার এবং জুন ৩ তারিখে একজন পাবেন BMW গাড়ি।

সূত্র: খালিজ টাইমস

Logo