সৌদির আল-জুবাইলের আল-মোগলাত ক্যাম্প
ই-পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট সেবা দেবে দূতাবাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৩:৫৬

সৌদি আরবের জুবাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় কনসুলার, কল্যাণ ও ব্যাংকিং সেবা দেবে সৌদির বাংলাদেশ দূতাবাস।
২৫ এপিল শুক্রবার থেকে ২৬ এপিল বিকেল ৪টা পর্যন্ত সেবা দেবে দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সৌদি দূতাবাস।
দূতাবাসের ক্যাম্পে যে সেবাগুলো দেয়া হবে
*ই-পাসপোর্ট সেবা প্রদান।
*এমআরপি পাসপোর্ট-সংক্রান্ত সেবা।
*প্রবাসী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন (ফি ১৩০ রিয়াল)।
*হুরুবপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান (বিনামূল্যে)।
*ইকামা এক্সপায়ারড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ (বিনামূল্যে)।
*পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ (৫ বছর মেয়াদের আবেদন ফি ১২৫ রিয়াল)।
*জরুরি ট্রাভেল পারমিট ইস্যু।
* সোনালি ব্যাংকের একাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগসহ অন্যান্য ব্যাংকিং সেবা (বিনামূল্যে)।
এমসি নিউজ ডেস্ক