
জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। ২০ এপ্রিল, ২০২৫ জারিকৃত প্রজ্ঞাপনে মেশিন অপারেটর পদের জন্য ২০০ জন নারী কর্মী নিয়োগের সংবাদ প্রকাশ করা হয়। কর্মীদের মাসিক বেতন ধরা হয়েছে ১৩০ জর্ডানি দিনার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ হাজার ৫০০ টাকার সমপরিমাণ।
আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রজ্ঞাপনে আরো যেসব গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে-
- ৩ বছরের চুক্তি, যা পরবর্তী সময়ে নবায়ন করা যাবে।
- দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন ও ওভারটাইম।
- থাকা, খাওয়া ও প্রাথমিক খরচ নিয়োগদাতা বহন করবে।
- বিমান ভাড়া নিয়োগদাতা বহন করবে।
- মেডিকেল, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীকে আগামী ২৫ ও ২৬ এপ্রিল ২০২৫ সকাল ৮টার মধ্যে সাক্ষাৎকার/টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকা এ উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০২৪৮৩১৯১২৫ ও ০২৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে ও প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ এ যোগাযোগ করা যেতে পারে। চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড-টেস্ট/যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে
(১) ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)।
(২) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১০ (দশ) সেট রঙিন ফটোকপি।
(৩) ভোটার আইডি কার্ড/ জন্মনিবন্ধন।
(৪) শিক্ষাগত/ অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫% ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে। তবে মেডিকেল, পিডিও এবং ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিকেল, পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে।
তথ্যসূত্র: বোয়েসেল ওয়েবসাইট