Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

পর্যটকদের ভ্যাট ফেরত দেবে সৌদি সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:২৮

পর্যটকদের ভ্যাট ফেরত দেবে সৌদি সরকার

সৌদি আরব পর্যটকদের জন্য ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (ZATCA) জানিয়েছে, নতুন এই নিয়ম অনুযায়ী বিদেশি পর্যটকরা সৌদিতে কেনাকাটা করে যে পরিমাণ ভ্যাট পরিশোধ করবেন, তা তাদের দেশ ত্যাগের সময় ফেরত দেওয়া হবে।

১৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে পর্যটন খাতে বড় ধরনের উৎসাহ তৈরি হবে বলে মনে করছে বিশ্লেষকরা। এটি সৌদি সরকারের ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণের অন্যতম কৌশল হিসেবে দেখা হচ্ছে, যেখানে পর্যটনকে অর্থনৈতিক বৈচিত্র্যের অন্যতম স্তম্ভ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য ভ্যাট ফেরত: কী থাকছে নতুন নিয়মে?

নতুন ভ্যাট বিধিমালার আওতায়, নির্ধারিত কিছু পণ্য ও সেবার ওপর শূন্য শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে এবং পর্যটকদের পরিশোধ করা ভ্যাট প্রস্থানের সময় ফেরত দেওয়া হবে।

ZATCA জানিয়েছে, এক বা একাধিক অনুমোদিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই ফেরত প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকবে। তারা পর্যটকদের ভ্যাট ফেরতের আবেদন যাচাই-বাছাই করে তা বাস্তবায়ন করবে।

ভুল তথ্য দিয়ে ভ্যাট ফেরতের চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পর্যটক উভয়ই দায়ী হবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।

জিসিসি পর্যটকরাও উপকৃত হবেন

এই স্কিম থেকে উপকৃত হবেন গালফ কো-অপারেশন কাউন্সিলের (GCC) সদস্য রাষ্ট্র থেকে আগত পর্যটকরাও। যদিও এখনো পুরোপুরি জিসিসি ইলেকট্রনিক সার্ভিস ল’ চালু হয়নি, তবুও ততদিন পর্যন্ত তাদের আন্তর্জাতিক পর্যটকদের মতো করেই বিবেচনা করা হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলি

নতুন নিয়ম অনুযায়ী ZATCA গভর্নর কিছু নির্দেশনা জারি করবেন, যার মধ্যে থাকবে-

- কোন পর্যটকরা ভ্যাট ফেরতের জন্য যোগ্য হবেন

- কোন পণ্য ও সেবা ফেরতের আওতায় আসবে

- ন্যূনতম কেনাকাটার পরিমাণ কত হলে ফেরত পাওয়া যাবে

- ব্যবসায়িক প্রতিষ্ঠান কীভাবে অনুমোদিত ভ্যাট নিবন্ধিত বিক্রেতা হবে

- আবেদন করার ধাপ ও কাগজপত্রের ধরন

ব্যবসা হস্তান্তর সংক্রান্ত নতুন বিধান

একই সঙ্গে নতুন বিধিমালায় ব্যবসা হস্তান্তর সংক্রান্ত নির্দেশনাও সংশোধন করা হয়েছে। কোনো করযোগ্য ব্যক্তি তার ব্যবসা অন্য কারো কাছে হস্তান্তর করলে ৩০ দিনের মধ্যে ZATCA-কে জানাতে হবে। অন্যথায়, পণ্য ও সেবা স্বাভাবিক করযোগ্য হিসেবে বিবেচিত হবে।

দায়মুক্ত হলেও হস্তান্তরকারীকে অবশ্যই আগের রেকর্ড, চালান ও অন্যান্য দলিল সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে কর-সংক্রান্ত তথ্য যাচাই করা সম্ভব হয়।

এই সংস্কার সৌদি আরবের ট্যাক্স নীতিকে আরো আধুনিক ও পর্যটক-বান্ধব করে তুলবে বলে আশা করা হচ্ছে। ভ্যাট ফেরতের সুবিধা পর্যটকদের জন্য বাড়তি প্রণোদনা হিসেবে কাজ করবে এবং মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে সৌদির অবস্থানকে আরো শক্তিশালী করবে।

তথ্যসূত্র: সৌদি গ্যাজেট 

Logo