Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব: সমুদ্র, পাহাড়, উপত্যকার অপরূপ সৌন্দর্যে গড়া নতুন পর্যটন স্বর্গ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:২৭

সৌদি আরব: সমুদ্র, পাহাড়, উপত্যকার অপরূপ সৌন্দর্যে গড়া নতুন পর্যটন স্বর্গ

সৌদি আরবকে অনেকেই এখনো শুধু মরুভূমির দেশ বলে জানেন। কিন্তু আধুনিক সৌদি আরব তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে সেই প্রচলিত ধারণা। ভিশন ২০৩০-এর লক্ষ্য নিয়ে দেশটি নিজেকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলছে। সমুদ্র, পাহাড়, গিরিখাত, উপত্যকা আর ঐতিহাসিক নিদর্শনে ভরা সৌদি আরব এখন এক অনন্য পর্যটন অভিজ্ঞতার দেশ।

উমলুজ, সৌদির মালদ্বীপ 

তাজা নীল জলরাশি, ছোট ছোট দ্বীপমালা ও প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা উমলুজ সমুদ্র উপকূলকে সৌদি আরবের মালদ্বীপ বলা হয়। এখানকার স্নোরকেলিং, স্কুবা ডাইভিং ও নৌকা ভ্রমণ পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।

রেড সি প্রজেক্ট 

রেড সি উপকূলে সৌদি সরকার নির্মাণ করছে বিশাল ট্যুরিজম প্রকল্প, যেখানে ৯০টিরও বেশি প্রাকৃতিক দ্বীপ, বিলাসবহুল রিসোর্ট, ইকো-ট্যুরিজম কেন্দ্র এবং সমুদ্রতীরবর্তী রিসোর্ট থাকবে। এটি সৌদি পর্যটনের ভবিষ্যৎ বদলে দিতে যাচ্ছে।

আল-সুদা পার্বত্য এলাকা ও আবহা

আসির প্রদেশে অবস্থিত আল-সুদা পর্বত ৩ হাজার মিটার উচ্চতায় সৌদির সবচেয়ে উঁচু এলাকা। এখানকার ঠাণ্ডা আবহাওয়া, কেবল কার, পাহাড়ি রাস্তা ও মেঘে ঢাকা ভিউ পর্যটকদের মোহিত করে।

তাঈফ, গোলাপের শহর

তাঈফ শহর বিখ্যাত তার গোলাপের বাগান, সুগন্ধি উৎপাদন এবং পাহাড়ি রিসোর্টগুলোর জন্য। প্রতি বসন্তে এখানে গোলাপ উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেন।

জাবাল আল-লাউজ, সৌদির তুষাররাজ্য

তাবুক অঞ্চলের এই পাহাড় শীতকালে তুষারে ঢেকে যায়, যা সৌদির মরুভূমিভিত্তিক জলবায়ুর মধ্যে এক চমকপ্রদ ব্যতিক্রম। তুষারে ভ্রমণ, ট্রেকিং ও ক্যাম্পিংয়ের জন্য জনপ্রিয় এই স্থান।

আলউলা ও হেগরা

নাবাতিয়ান সভ্যতার নিদর্শন “হেগরা” ইউনেস্কো ঘোষিত সৌদির প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে রয়েছে পাথুরে স্মৃতিস্তম্ভ, “এলিফ্যান্ট রক” ও বিশ্বের সবচেয়ে বড় আয়নাবদ্ধ কনসার্ট হল “মারায়া”।

Edge of the World (Jebel Fihrayn)

রিয়াদ শহরের কাছাকাছি অবস্থিত এই বিশাল ক্লিফ থেকে নিচের বিস্তীর্ণ মরুভূমি এক অনন্য দৃশ্য উপহার দেয়। এটি হাইকিং ও সানসেট ভিউর জন্য অত্যন্ত জনপ্রিয়।

ওয়াদি লাজাব, সৌদির ক্যানিয়ন

জিজান অঞ্চলের ওয়াদি লাজাব সৌদির অন্যতম রহস্যময় উপত্যকা। খাড়া শিলাগাত্র, প্রবাহিত ঝরনা ও ট্রেকিং রুটের জন্য এটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের আদর্শ গন্তব্য।

জাবাল ফেরায়দা (Al Fayfa Mountains)

ধাপে ধাপে গড়ে ওঠা পাহাড়ঘেরা এলাকা, যা মেঘে ঢাকা, সবুজে মোড়া এবং ঐতিহ্যবাহী টেরেস ফার্মিংয়ের জন্য পরিচিত। এখানকার সংস্কৃতি ও দৃশ্য সৌদির আলাদা এক রূপ তুলে ধরে।

আল-বালাদ, জেদ্দা

ইতিহাসপ্রেমীদের জন্য জেদ্দার প্রাচীন শহর “আল-বালাদ” এক ঐতিহ্যবাহী এলাকা। ইউনেস্কো ঘোষিত এই ওয়ার্ল্ড হেরিটেজে সাইটে রয়েছে শতাব্দী পুরনো ঘর, প্রাচীন সড়ক ও ঐতিহ্যবাহী সৌদি বাজার।

পর্যটনের নতুন রূপে সৌদি আরব

ভিশন ২০৩০-এর মূল লক্ষ্য, সৌদি আরবের অর্থনীতিকে বহুমুখীকরণ, যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পর্যটন খাত। সরকারের নীতি, অবকাঠামো ও আন্তর্জাতিক প্রচারণা আজ দেশটিকে মরুভূমির বাইরেও এক মনোরম, বৈচিত্র্যপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলছে।

আরো তথ্য ও ভ্রমণের পরিকল্পনার জন্য ভিজিট করুন:

Discover Saudi – Saudi Gazette

তথ্যসূত্র: সৌদি গ্যাজেট 

Logo