দুবাইয়ে স্বর্ণের দাম এক সপ্তাহে বেড়ে নতুন রেকর্ড ছুঁয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:০১

মনে করা হচ্ছিল স্বর্ণের দাম কমবে। খানিকটা সাময়িক শীতল হবে সোনালি আভার এ ধাতুটি। কিন্তু বাস্তবে তা হলো না।
এ সপ্তাহের শুরুতেই সোমবার সকালে দুবাইয়ে স্বর্ণের দর নতুন উচ্চতায় পৌঁছেছে। ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৩৭৫.২৫ দিরহাম। আর ২৪ ক্যারেটের দাম প্রতি গ্রাম ৪০৫.২৫ দিরহাম। এর মানে, মাত্র এক সপ্তাহেই দুবাইয়ে স্বর্ণের দাম প্রতি গ্রামে ১৭.৭৫ দিরহাম বেড়েছে। স্বর্ণের দামে এমন পরিবর্তন আগে দেখা যায়নি।
গত বৃহস্পতিবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৩৬৯.৭৫ দিরহাম। তখন কিছুটা আশার আলো জেগেছিল, দাম কিছুটা কমবে। দুবাইয়ের কানজ জুয়েলসের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানক জানান, তিনি আশা করেছিলেন, ইউক্রেন সংকট নিয়ে শান্তি আলোচনা শুরু হওয়ায় সপ্তাহের শুরুতে স্বর্ণের দাম কিছুটা কমবে। কিন্তু সেটা হয়নি। তবে তিনি এখনো আশাবাদী, যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি হলে স্বর্ণের দাম কমবে।
৩,৪০০ ডলারের নাগালে স্বর্ণের আন্তর্জাতিক বাজার
বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে এখন ৩,৪০০ ডলার প্রতি আউন্স ছোঁয়ার প্রান্তে রয়েছে। বর্তমানে এটি ৩,৩৮৩ ডলারে লেনদেন হচ্ছে। মার্চের মাঝামাঝি ৩ হাজার ডলার পেরিয়ে এ মাসেই এটি ৩ হাজার ২০০ ও ৩ হাজার ৩০০ ডলার অতিক্রম করেছে।
কুয়েতভিত্তিক কামকো ইনভেস্টের পূর্বাভাস অনুযায়ী, যদি দাম ৩ হাজার ৩৫৭ ডলার অতিক্রম করে, তাহলে তা সরাসরি ৩ হাজার ৪০০ ডলার এবং সম্ভবত ৩ হাজার ৪২৫ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে, যদি দাম ৩ হাজার ২৮০ ডলারের নিচে নেমে যায়, তাহলে তা আরো দুর্বল হয়ে ৩ হাজার ২৩০ ডলার এমনকি ৩ হাজার ১৯০ পর্যন্ত নামতে পারে।
সূত্র: গালফ নিউজ