Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে পর্যটন খাতে ৪ লাখ নতুন কর্মসংস্থানের পূর্বাভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:২৫

মধ্যপ্রাচ্যে পর্যটন খাতে ৪ লাখ নতুন কর্মসংস্থানের পূর্বাভাস

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (WTTC) ও অক্সফোর্ড ইকোনমিকসের যৌথ গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০২৫ সালে মধ্যপ্রাচ্যের ভ্রমণ ও পর্যটন খাতে ৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে করে এ খাতে মোট কর্মসংস্থানের সংখ্যা ৭৭ লাখে পৌঁছাবে, যা ২০২৪ সালের তুলনায় ৫.২% এবং কোভিড-১৯ মহামারির পূর্ববর্তী বছর ২০১৯ সালের তুলনায় ১৬.৮% বেশি। 

WTTC-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জুলিয়া সিম্পসন বলেন, "মানুষ এখনো ভ্রমণকে অগ্রাধিকার দিচ্ছে। মধ্যপ্রাচ্য এখন আমাদের দেখা সবচেয়ে সফল অঞ্চলগুলোর একটি হয়ে উঠছে।"

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মধ্যপ্রাচ্যের ভ্রমণ ও পর্যটন খাতের অর্থনৈতিক অবদান ৩৬৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা এ অঞ্চলের মোট জিডিপির ১০.৪%। এটি ২০২৪ সালের তুলনায় ৭.৪% এবং ২০১৯ সালের তুলনায় ২৪.৭% বেশি।

আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় ১২.৬% বৃদ্ধি পেয়ে ১৯৪ বিলিয়ন ডলারে এবং স্থানীয় পর্যটকদের ব্যয় ৭.১% বৃদ্ধি পেয়ে ১১৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বব্যাপী ২০২৫ সালে ভ্রমণ ও পর্যটন খাতের অবদান ১১.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে, যা বৈশ্বিক জিডিপির ১০.৩%। এ বছর আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় ২.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০১৯ সালের রেকর্ড ১.৯ ট্রিলিয়ন ডলারকে ছাড়িয়ে যাবে। এছাড়া বিশ্বজুড়ে খাতটি থেকে ১.৪ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে মোট কর্মসংস্থানের সংখ্যা ৩.৭১ কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

WTTC-এর গবেষণাটি নতুন মার্কিন শুল্কনীতি ঘোষণার আগে সম্পন্ন হয়েছে। তবে জুলিয়া সিম্পসন জানান, "যেসব ভ্রমণ এরই মধ্যে বুকিং দেওয়া হয়েছে, আমাদের গবেষণায় সেগুলোর তথ্যই ব্যবহার করা হয়েছে। ফলে আমাদের পূর্বাভাসে আমূল পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই।"

তথ্যসূত্র: দৈনিক বণিক বার্তা

Logo