Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

গত এক সপ্তাহে ২১ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক সৌদি আরবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:২২

গত এক সপ্তাহে ২১ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক সৌদি আরবে

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানে সম্প্রতি এক সপ্তাহে ২১ হাজার ২২২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ হাজার ২০২ জন আবাসন আইন, ৪ হাজার ৯১১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ১০৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ।

এছাড়া ১ হাজার ৩৭৬ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের সহায়তা, যেমন তাদের পরিবহন, আশ্রয় বা চাকরি প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২.৬ লাখ মার্কিন ডলার) জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে ।

বর্তমানে ২৭ হাজার ৫৪০ জন অভিবাসী, যাদের মধ্যে ২৪ হাজার ৮১০ জন পুরুষ ও ২ হাজার ৭৩০ জন নারী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজার ২৫৮ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৯ হাজার ৮৯৩ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে ।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে অভিবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সৌদি আরবে বৈধভাবে কাজ করা ব্যক্তিদের যথাযথ ভিসা ও কাগজপত্র নিশ্চিত করা এবং কোনো অবৈধ কার্যকলাপে জড়িত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo