Logo
×

Follow Us

বিশ্ব

পাসপোর্ট দুর্বল হয় কী কারণে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:০৩

পাসপোর্ট দুর্বল হয় কী কারণে?

বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট সাধারণত সেই দেশগুলোর হয়ে থাকে, যেগুলো রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন। এই দেশগুলোর নাগরিকরা খুব কম সংখ্যক দেশে ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান।

Henley Passport Index ২০২৩ অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্ট: (ভিসা-মুক্ত ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধাপ্রাপ্ত দেশের সংখ্যা অনুযায়ী)

আফগানিস্তান – ২৭টি দেশ

ইরাক – ২৯টি দেশ

সিরিয়া – ৩০টি দেশ

পাকিস্তান – ৩২টি দেশ

ইয়েমেন – ৩৪টি দেশ

সোমালিয়া – ৩৫টি দেশ

ফিলিস্তিন – ৩৮টি দেশ

নেপাল – ৩৯টি দেশ

লিবিয়া – ৪০টি দেশ

বাংলাদেশ – ৪০টি দেশ

কেন এসব দেশের পাসপোর্টগুলো দুর্বল?

রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ: আফগানিস্তান, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে যুদ্ধ ও অভ্যন্তরীণ সংঘাত চলছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছে।

সন্ত্রাসবাদ ও নিরাপত্তা শঙ্কা: কিছু দেশের (যেমন পাকিস্তান, সোমালিয়া) বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট উদ্বেগ থাকায় অনেক দেশ তাদের নাগরিকদের জন্য কঠোর ভিসা নীতি গ্রহণ করেছে।

অর্থনৈতিক দুর্বলতা: দরিদ্র ও অনুন্নত অর্থনীতির কারণে কিছু দেশ তাদের নাগরিকদের আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা: লিবিয়া, ফিলিস্তিন ও ইরানসহ বেশ কিছু দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, যা তাদের নাগরিকদের ভ্রমণের সুযোগ কমিয়ে দেয়।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo