বিলাসবহুল ক্রুজ ভ্রমণে নতুন ধারা যুক্ত হলো। মিয়ামিভিত্তিক ওশেনিয়া ক্রুজেস ঘোষণা করেছে, এখন থেকে তাদের জাহাজে শুধু ১৮ বছর বা তার বেশি বয়সী যাত্রীদের বুকিং গ্রহণ করা হবে। এভাবে তারা বিশ্বব্যাপী সেই ক্রুজ ব্র্যান্ডগুলোর সঙ্গে যুক্ত হলো, যারা শিশুবান্ধব কার্যকলাপের পরিবর্তে শান্ত, পরিশীলিত অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের আকর্ষণ করছে। ভিয়েননাম ডট ভিএন এ নিয়ে প্রকাশ করেছে বিশেষ প্রতিবেদন।
ওশেনিয়া ক্রুজেসের বিলাসবহুল বিভাগের প্রধান জেসন মন্টেগ বলেন, “আমাদের গ্রাহকরা বারবার জানান যে, জাহাজের শান্ত পরিবেশই তাদের ফিরে আসার অন্যতম কারণ। প্রাপ্তবয়স্কদের জন্য অভিজ্ঞতা চালু করে আমরা সেই প্রশান্তি ও পরিশীলিততাকে আরো জোরদার করছি।”
তবে ৭ জানুয়ারি ২০২৬-এর আগে করা বুকিংগুলোতে ১৮ বছরের কম বয়সী যাত্রীদের অংশগ্রহণ বৈধ থাকবে। এই নীতি ওশেনিয়াকে রিজেন্ট সেভেন সিজ ক্রুজ থেকে আলাদা করেছে, যেখানে এখনো শিশুদের স্বাগত জানানো হয়। উল্লেখ্য, ওশেনিয়া, রিজেন্ট সেভেন সিজ এবং নরওয়েজিয়ান ক্রুজ লাইন; সবগুলোই নরওয়েজিয়ান ক্রুজ লাইন হোল্ডিংসের অধীনে পরিচালিত হয়।
বিশ্বে মাত্র কয়েকটি ক্রুজ লাইন সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, যেমন ভার্জিন ভয়েজেস ও ভাইকিং ক্রুজ। তবে জনপ্রিয় ক্রুজ লাইনগুলোও ধীরে ধীরে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ সেবা চালু করছে। কার্নিভাল ক্রুজ লাইন সম্প্রতি ঘোষণা করেছে, তারা ২০২৬ সালে SEA (Sailings Exclusively for Adults) প্রোগ্রাম চালু করবে, যেখানে ২১ বছর বা তার বেশি বয়সী যাত্রীদের জন্য ক্যাসিনো ও থিমযুক্ত পার্টির সুযোগ থাকবে।
এছাড়া অনেক ক্রুজ লাইন জাহাজের নির্দিষ্ট অংশে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা সুবিধা দেয়। যেমন কার্নিভালের সেরেনিটি ডেক, রয়্যাল ক্যারিবিয়ানের সোলারিয়াম, যেখানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য পুল ও হট টাব রয়েছে এবং নরওয়েজিয়ান ক্রুজ লাইনেও প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। এমনকি শিশুকেন্দ্রিক ডিজনি ক্রুজ লাইনেও প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা সুইমিং পুল, প্রিমিয়াম লাউঞ্জ ও উন্নতমানের রেস্তোরাঁ রয়েছে।
ক্রুজ ক্রিটিকের প্রধান সম্পাদক কলিন ম্যাকড্যানিয়েল বলেন, “শুধু প্রাপ্তবয়স্কদের জন্য ক্রুজ বিভিন্ন ধরনের ভ্রমণকারীদের কাছে আকর্ষণীয়, যাদের সন্তান নেই এবং যাদের সন্তান আছে, উভয়ের কাছেই।”
logo-1-1740906910.png)