Logo
×

Follow Us

বিশ্ব

কম খরচে ভ্রমণের জন্য যে দেশগুলো জনপ্রিয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:১৬

কম খরচে ভ্রমণের জন্য যে দেশগুলো জনপ্রিয়

বিদেশ ভ্রমণ অনেকেরই স্বপ্ন। তবে বাজেটের কারণে অনেক সময় সেই স্বপ্ন পূরণ হয় না। কিন্তু কিছু দেশ আছে যেখানে ভিসা ফি, থাকার খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় তুলনামূলকভাবে কম। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশ বাজেট সচেতন পর্যটকদের জন্য আদর্শ গন্তব্য হয়ে উঠেছে।  

নেপাল:

নেপালের ভিসার খরচ খুবই কম। ১৫ দিনের জন্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা, ৩০ দিনের জন্য ৬ হাজার টাকা এবং ৯০ দিনের জন্য ১৫ হাজার টাকা। সহজে ভিসা বাড়ানোর সুবিধা থাকায় হিমালয় ভ্রমণকারীদের কাছে নেপাল অন্যতম বাজেট-বান্ধব দেশ। কাঠমান্ডুর ঐতিহাসিক মন্দির ও পোখরার লেক পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।  

কম্বোডিয়া:

কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সাশ্রয়ী ভিসা সুবিধাসম্পন্ন দেশগুলোর মধ্যে অন্যতম। ৩০ দিনের পর্যটক ভিসার খরচ প্রায় ৩ হাজার ৬০০ টাকা, আর ই-ভিসার খরচ প্রায় ৪ হাজার ২০০ টাকা। আংকর ওয়াটের প্রাচীন মন্দির, ফনম পেনহের ঐতিহাসিক স্থান এবং কামপট ও কেপের সমুদ্রসৈকত ভ্রমণকারীদের আকর্ষণ করে।  

জর্ডান:

জর্ডানে ৩০ দিনের একক প্রবেশ ভিসার খরচ প্রায় ৭ হাজার টাকা। যদিও ফ্রি নয়, এটি অনেক প্রতিবেশী দেশের তুলনায় কম। পেত্রা, ডেড সি এবং ওয়াদি রুম মরুভূমি ভ্রমণের জন্য এই খরচ যুক্তিসঙ্গত। জর্ডান পাস ব্যবহার করলে অনেক ক্ষেত্রে ভিসার খরচও মওকুফ হয়। 

তানজানিয়া:

তানজানিয়ার পর্যটক ভিসার খরচ প্রায় ৬ হাজার ১০০ টাকা এবং এটি ৯০ দিন পর্যন্ত বৈধ। সেরেনগেটি ন্যাশনাল পার্কের সাফারি, কিলিমাঞ্জারো পর্বত এবং জাঞ্জিবারের সৈকত ভ্রমণের জন্য এই খরচ অত্যন্ত সাশ্রয়ী।  

উগান্ডা:

উগান্ডার পর্যটক ভিসার খরচও প্রায় ৬ হাজার ১০০ টাকা এবং এটি ৯০ দিনের জন্য বৈধ। উগান্ডা তার পর্বতগোরিলা, জাতীয় উদ্যান এবং নীলনদের উৎস হিসেবে পরিচিত। বিশেষ করে বুইন্দি ইমপেনেট্রেবল ন্যাশনাল পার্ক গোরিলা ট্রেকিংয়ের জন্য বিশ্বখ্যাত।

নেপাল, কম্বোডিয়া, জর্ডান, তানজানিয়া ও উগান্ডা; এই দেশগুলোতে ভিসা ফি ও জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম। বাজেট সচেতন পর্যটকরা সহজেই এসব দেশে ভ্রমণ করতে পারেন। সময় ও সুযোগ থাকলে পরিকল্পনা করে এই দেশগুলোতে ঘুরে আসা যেতে পারে।

Logo