Logo
×

Follow Us

বিশ্ব

যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড়ে হাজারো ফ্লাইট বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০০

যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড়ে হাজারো ফ্লাইট বাতিল

ভয়াবহ শীতকালীন তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে মোট ১ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরো ৭ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এতে বিমানবন্দরগুলোতে যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে।  

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক এলাকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর ও লাগার্ডিয়া বিমানবন্দর। এছাড়া বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টোর বিমান চলাচলেও উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।  

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা ২৬ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ২৭ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, নিউ ইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি (২৩ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তুষারপাত সবচেয়ে তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।  

ঝড়ের কারণে একাধিক বড় এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছে।  

শুধু বিমান চলাচল নয়, সড়ক যোগাযোগেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছেন। নিউ জার্সি ও কানেকটিকাটের গভর্নররাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস কর্মজীবীদের দ্রুত অফিস থেকে রওনা হওয়ার বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন।  

শহরজুড়ে তুষার পরিষ্কারের জন্য স্নো-প্লাউ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তায় তুষারপাত দুই ইঞ্চি পৌঁছালেই পরিষ্কার কাজ শুরু হবে। এটি চলতি মৌসুমে নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় বড় তুষারপাত। এর আগে ১৪ ডিসেম্বর শহরজুড়ে কয়েক ইঞ্চি বরফে ঢেকে গিয়েছিল।  

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলমান ঝড়ের কারণে আগামী দিনগুলোতেও বিমান চলাচল ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। ফলে যুক্তরাষ্ট্রজুড়ে যাত্রী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 

Logo