Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ট্রাম্প প্রশাসন, অভিবাসী ও গুয়ানতানামো বে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০

ট্রাম্প প্রশাসন, অভিবাসী ও গুয়ানতানামো বে

আন্তর্জাতিক আলোচনায় আবারো এসেছে গুয়ানতানামো বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, অবৈধ অভিবাসীদের আটক করতে তারা কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটির ডিটেনশন সেন্টার ব্যবহার করবে। এর ফলে মানবাধিকার ও আইনি সংকট তৈরি হয়েছে।  

দ্য উইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসীদের “সবচেয়ে ভয়ংকর অপরাধী বিদেশি” হিসেবে চিহ্নিত করে তাদের গুয়ানতানামোতে পাঠানোর পরিকল্পনা করেছে। বর্তমানে সেখানে শতাধিক অভিবাসী আটক রয়েছে, যাদের মধ্যে ভেনেজুয়েলা ও অন্যান্য লাতিন আমেরিকার নাগরিকও রয়েছেন।  

অক্টোবর ২০২৫-এ ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মেলিসা আঘাত হানলে গুয়ানতানামোতে আটক ১৮ জন অভিবাসীকে গোপনে সরিয়ে নেওয়া হয়। তাদের গুয়াতেমালা ও এল সালভাদরে পাঠানো হয়, তবে নাম ও জাতীয়তা প্রকাশ করা হয়নি।  

এই নীতির বিরুদ্ধে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) মামলা করেছে। আদালত ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসনের মামলা খারিজের আবেদন প্রত্যাখ্যান করেছে। বিচারক জানিয়েছেন, অভিবাসীদের গুয়ানতানামোতে আটক রাখা নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে।  

মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিবাসীদের সামরিক ঘাঁটিতে আটক রাখা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) এবং অন্যান্য সংগঠনও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।  

গুয়ানতানামো বে দীর্ঘদিন ধরে বিতর্কিত। সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এখানে বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এবার অভিবাসীদের আটক রাখার সিদ্ধান্ত সেই বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে।

Logo