Logo
×

Follow Us

ইউরোপ

পর্তুগিজ পাসপোর্টের মেয়াদ হবে ১০ বছর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২

পর্তুগিজ পাসপোর্টের মেয়াদ হবে ১০ বছর

২০২৬ সালের প্রথম প্রান্তিকে পর্তুগিজ পাসপোর্টের মেয়াদ বর্তমান পাঁচ বছর থেকে দ্বিগুণ করা হবে এবং এটি ১০ বছরে পৌঁছাবে। এই পরিবর্তনটি সরকারি সেবায় কাগজপত্র ও প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

ফ্যাক্ট-চেকিং পোর্টাল Polígrafo অনুযায়ী, এটি ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। নতুন ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট প্রক্রিয়া আন্তর্জাতিক মান অনুসারে সমন্বিত হবে এবং নাগরিকরা ১০ বছরের স্থায়িত্বের সঙ্গে যাত্রা করতে পারবেন। তবে এই পরিবর্তন সেনজেন অঞ্চলের প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে অল্পবয়সীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সাবেক যুব ও আধুনিকায়ন মন্ত্রী মার্গারিদা বলসেইরো লোপস ২০২৩ সালে উল্লেখ করেছিলেন যে, কম মেয়াদে পাসপোর্ট প্রায়ই নবায়নের প্রয়োজন হয়। সরকার এই যুক্তি মেনে ২০২৬ সালকে নতুন মেয়াদ কার্যকর করার বছর হিসেবে নির্ধারণ করেছে।

বর্তমানে যারা আগামী বছরে বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, তাদের জন্য পাসপোর্টের মেয়াদ পুরনো নিয়ম অনুযায়ী পাঁচ বছরই প্রযোজ্য থাকবে। নতুন পাসপোর্ট মডেল পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এই সীমা বজায় থাকবে এবং ধাপে ধাপে রূপান্তর প্রক্রিয়া পরিচালনা করা হবে।

Logo