মালয়েশিয়ার সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫
মালয়েশিয়ার নতুন সঞ্চয় স্কিম প্রভিডেন্ট ফান্ডে (কেডব্লিউএসপি) ইতোমধ্যে ১৩ লাখ বিদেশি কর্মী নিবন্ধন করেছেন। চলতি বছরের ১ অক্টোবর স্কিমটি কার্যকর হওয়ার পর থেকে ৬০ হাজার নিয়োগকর্তার মাধ্যমে এই কর্মীরা নিবন্ধন করেন বলে জানিয়েছে দেশটির কর্মী সঞ্চয় তহবিল কর্তৃপক্ষ।
এর আগে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় অবদান কার্যকর করার ঘোষণা দিয়েছিল দেশটির কর্মী সঞ্চয় তহবিল–ইপিএফ (Employees Provident Fund–EPF)। অক্টোবর ২০২৫ মাসের বেতন থেকে এই বাধ্যতামূলক অবদান কার্যকর হয়, যা নভেম্বর ২০২৫-এর অবদান মাস হিসেবে গণ্য হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মী ও নিয়োগকর্তা উভয়কেই মাসিক বেতনের ২ শতাংশ করে অবদান রাখতে হয়। তবে গৃহকর্মীরা এই বিধানের আওতার বাইরে থাকবে। শর্ত ছিল বিদেশি কর্মীদের মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বৈধ পাসপোর্ট ও অনুমোদিত কর্মভিসা থাকতে হবে।
ইপিএফের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমাদ জুলকারনাইন ওন বলেন, “বিদেশি কর্মীদের সঞ্চয় সুরক্ষার আওতায় আনা মালয়েশিয়ার জাতীয় সামাজিক সুরক্ষা কাঠামোর একটি বড় অগ্রগতি। এর মাধ্যমে শ্রমবাজারে ন্যায্যতা ও সব জাতির শ্রমিকের অবসর সুরক্ষাকে নিশ্চিত করা হবে।”
ইপিএফ জানিয়েছে, নতুন নীতি কার্যকর করতে গত কয়েক মাস ধরে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়, নিয়োগকর্তা সংগঠন, বিদেশি কর্মী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন বিভাগের সঙ্গে তথ্য ব্যবস্থার সমন্বয় আরো শক্তিশালী করা হয়েছে। এই সমন্বয়ের ফলে ভিসাধারী বৈধ কর্মীদের তথ্য দ্রুত ও নিরাপদভাবে যাচাই করা যাবে, যা নিবন্ধন ও অবদান প্রক্রিয়াকে আরো সহজ করবে।
logo-1-1740906910.png)