Logo
×

Follow Us

বিশ্ব

বিশ্বের সবচেয়ে সুন্দর ৬টি বিমানবন্দর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:১৬

বিশ্বের সবচেয়ে সুন্দর ৬টি বিমানবন্দর

বিশ্বের সেরা স্থাপত্য ও নকশার জন্য ইউনেস্কো কর্তৃক প্রদত্ত Prix Versailles পুরস্কারে এবার বিমানবন্দর টার্মিনাল বিভাগে ছয়টি মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরের শেষে এর মধ্যে তিনটি টার্মিনালকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।  

মনোনীত টার্মিনালগুলো হলো:  

১. ইয়ান্তাই পেংলাই আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল ২ (চীন): ২০২৩ সালে চালু হওয়া এই টার্মিনালটি ১,৬৭,০০০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত। ছাদের নকশায় কুনইউ পর্বতের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। প্রাকৃতিক আলো প্রবেশের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

২. মার্সেই প্রোভেন্স বিমানবন্দর, টার্মিনাল ১ (ফ্রান্স): ২০২৪ সালে নতুনভাবে চালু হওয়া ভবনটি পরিবেশবান্ধব উপকরণে নির্মিত। কাঠ ও কাচের ব্যবহার এটিকে স্থানীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত করেছে।

৩. রোল্যান্ড গারোস বিমানবন্দর, আগমন টার্মিনাল (রিইউনিয়ন দ্বীপ, ফ্রান্স): ১৩,০০০ বর্গমিটার আয়তনের এই টার্মিনালটি বায়োক্লাইমেটিক নকশায় তৈরি, যাতে এয়ার কন্ডিশনের ব্যবহার কম হয়। স্থানীয় ব্যবসায়ীরা নির্মাণে বড় ভূমিকা রেখেছেন।  

৪. কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল ১ (জাপান): বিশ্বের দীর্ঘতম টার্মিনাল ভবন হিসেবে পরিচিত। সম্প্রতি ২৫% সম্প্রসারণ করা হয়েছে। জাপানি স্থাপত্য উপকরণে সাজানো নতুন নকশা এটিকে আরো আকর্ষণীয় করেছে।  

৫. পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধান টার্মিনাল (যুক্তরাষ্ট্র): ২০২৪ সালে চালু হওয়া নতুন ভবনটি ‘ফরেস্ট ওয়াক’ থিমে তৈরি। স্থানীয় কাঠ ও প্রাকৃতিক আলো ব্যবহারে এটি পরিবেশবান্ধব স্থাপত্যের উদাহরণ।  

৬. সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল ১ (যুক্তরাষ্ট্র): নতুনভাবে নির্মিত টার্মিনালটিতে ২৫টি বোর্ডিং গেট, জ্বালানি ব্যবহার ৫৯% কমানো এবং কার্বন নিঃসরণ ৭৯% হ্রাসের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে বিশ্বের একমাত্র বিমানবন্দর জাদুঘর SFO Museum।  

২০২৫ সালের Prix Versailles পুরস্কারে মনোনীত বিমানবন্দরগুলো শুধু যাত্রী সুবিধা নয়, বরং পরিবেশবান্ধব স্থাপত্য ও স্থানীয় ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়েছে। বছরের শেষে কোন তিনটি টার্মিনাল বিজয়ী হবে, তা নিয়ে বিমানবন্দরপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।  

Logo