বিশ্বের যে ছয় দেশে প্লেন নামে না, তবু জনপ্রিয় গন্তব্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৯
বিশ্বে যেখানে বিমানবন্দর প্রায় প্রতিটি শহরের অংশ, সেখানে ছয়টি দেশ এমন রয়েছে যেখানে কোনো বিমানবন্দর নেই। এসব দেশে প্লেনে সরাসরি যাওয়া যায় না, তবে পর্যটকদের জন্য রয়েছে বিকল্প ও রোমাঞ্চকর যাত্রাপথ।
১. অ্যান্ডোরা:
স্পেন ও ফ্রান্সের মাঝখানে অবস্থিত এই পাহাড়ি দেশটিতে কোনো বিমানবন্দর নেই। তবে তিনটি হেলিপোর্ট রয়েছে। পর্যটকরা সাধারণত স্পেনের Andorra-La Seu d’Urgell বিমানবন্দরে নেমে গাড়িতে অ্যান্ডোরায় যান।
২. লিচেনস্টাইন:
আল্পস পর্বতের মাঝে অবস্থিত এই ছোট্ট দেশটিতে বিমানবন্দর না থাকলেও একটি হেলিপোর্ট রয়েছে। সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে ট্রেনে ও বাসে যাওয়া যায়।
৩. মোনাকো:
মাত্র ২.০২ বর্গকিলোমিটার আয়তনের এই বিলাসবহুল দেশটিতে বিমানবন্দর নেই। তবে ফন্টভিয়েল এলাকায় একটি হেলিপোর্ট রয়েছে। ফ্রান্সের নিস বিমানবন্দর থেকে হেলিকপ্টার বা গাড়িতে যাওয়া যায়।
৪. সান মারিনো:
ইতালির মাঝে অবস্থিত এই প্রাচীন রাষ্ট্রে কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই। তবে একটি হেলিপোর্ট ও একটি ছোট ঘাসের রানওয়ে রয়েছে। কাছাকাছি রিমিনি ও বোলোনিয়ার বিমানবন্দর ব্যবহার করা হয়।
৫. ভ্যাটিকান সিটি:
বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র, যার আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এখানে কোনো বিমানবন্দর নেই, তবে একটি হেলিপ্যাড রয়েছে, যা শুধু রাষ্ট্রীয় অতিথিদের জন্য ব্যবহৃত হয়। রোমের বিমানবন্দর থেকে গাড়িতে যাওয়া যায়।
৬. কিরিবাতি:
৩৩টি দ্বীপ নিয়ে গঠিত প্রশান্ত মহাসাগরের এই দেশটির রাজধানী দক্ষিণ তারাওয়ায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তবে অধিকাংশ দ্বীপে কোনো রানওয়ে নেই, ফলে নৌপথই প্রধান যাতায়াত মাধ্যম।
logo-1-1740906910.png)