Logo
×

Follow Us

বিশ্ব

২০২৫ সালের সেরা ১৫ এয়ারলাইন্স: যাত্রীদের ভোটে যারা শীর্ষে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৪

২০২৫ সালের সেরা ১৫ এয়ারলাইন্স: যাত্রীদের ভোটে যারা শীর্ষে

বিশ্বজুড়ে প্রায় সাড়ে সাত লাখ ভ্রমণপ্রেমী ২০২৫ সালের ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস’-এ তাদের প্রিয় এয়ারলাইন্সকে ভোট দিয়েছেন। যেসব বিমান সংস্থা আরাম, সেবা ও উদ্ভাবনের মাধ্যমে যাত্রীদের মন জয় করেছে, তারাই পেয়েছে এই সম্মান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই সংবাদটি প্রকাশ করেছে।

তালিকার এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তাদের শান্ত কেবিন, নিখুঁত পরিষেবা ও ১৯ ঘণ্টার দীর্ঘ ফ্লাইটের জন্য তারা বিশ্বসেরা। দ্বিতীয় স্থানে কাতার এয়ারওয়েজ, যাদের ‘কিউসুইট’ বিজনেস ক্লাস যাত্রীদের মুগ্ধ করেছে। জাপানের ANA ও JAL, হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এবং কোরিয়ার কোরিয়ান এয়ারও রয়েছে শীর্ষ তালিকায়।

দুবাইভিত্তিক এমিরেটস বিলাসবহুল ফ্লাইট অভিজ্ঞতার জন্য তৃতীয় স্থানে। তাদের A380 বিমানে অনবোর্ড বার ও শাওয়ার সুবিধা রয়েছে। টার্কিশ এয়ারলাইন্সও যাত্রীদের কাছে জনপ্রিয়, বিশেষ করে তাদের খাবার ও স্টপওভার সুবিধার জন্য।

সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স ও কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স ইউরোপের সেরা। আর যুক্তরাজ্যের ভার্জিন আটলান্টিক তারুণ্যোদীপ্ত ও মজাদার ফ্লাইট অভিজ্ঞতার জন্য প্রশংসিত।

অস্ট্রেলিয়ার কোয়ান্টাস দীর্ঘ ফ্লাইটেও আরামদায়ক অভিজ্ঞতা দেয়। নিউজিল্যান্ডের এয়ার নিউজিল্যান্ডের ‘স্কাইকাউচ’ ফিচার যাত্রীদের পছন্দের তালিকায়। আর ফ্রান্সের অল-বিজনেস-ক্লাস লা কোম্পানি কম খরচে বিলাসবহুল সেবা দিয়ে নজর কেড়েছে।

সেরা ১৫ এয়ারলাইন্স একনজরে:

১. সিঙ্গাপুর এয়ারলাইন্স  

২. কাতার এয়ারওয়েজ  

৩. এমিরেটস  

৪. টার্কিশ এয়ারলাইন্স  

৫. লা কোম্পানি  

৬. ভার্জিন আটলান্টিক  

৭. কোরিয়ান এয়ার  

৮. ক্যাথে প্যাসিফিক  

৯. জাপান এয়ারলাইন্স  

১০. ANA (জাপান)  

১১. এয়ার নিউজিল্যান্ড  

১২. ইভা এয়ার  

১৩. কোয়ান্টাস  

১৪. সুইস এয়ার  

১৫. কেএলএম ডাচ এয়ারলাইন্স

Logo