Logo
×

Follow Us

বিশ্ব

বিশ্বের একমাত্র ব্যক্তি, যার ভিসা লাগে না কোনো দেশ ভ্রমণে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:২২

বিশ্বের একমাত্র ব্যক্তি, যার ভিসা লাগে না কোনো দেশ ভ্রমণে

বিশ্বের যে কোনো দেশে ভ্রমণের জন্য সাধারণত পাসপোর্ট ও ভিসা বাধ্যতামূলক। রাষ্ট্রপ্রধান, কূটনীতিক এমনকি জাতিসংঘের মহাসচিবের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। তবে একজন ব্যক্তি আছেন, যিনি এই নিয়মের বাইরে। তিনি হলেন পোপ, ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটির প্রধান।

পোপের মর্যাদা ও কূটনৈতিক অবস্থান তাকে এমন এক বিশেষ সুবিধা দেয়, যার ফলে তিনি ভিসা বা পাসপোর্ট ছাড়াই বিশ্বের অধিকাংশ দেশে ভ্রমণ করতে পারেন। ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে পোপের রয়েছে একটি কূটনৈতিক পাসপোর্ট, যা তাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কূটনীতিক হিসেবে ভিসামুক্ত ভ্রমণের অধিকার দেয়।

সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিস ৫০টিরও বেশি দেশে ভিসা ছাড়াই সফর করেছেন। আয়োজক দেশগুলো তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানায় এবং ভ্রমণের জন্য প্রয়োজনীয় সব সুবিধা প্রদান করে। যদিও কিছু দেশে রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে আনুষ্ঠানিকতা থাকতে পারে, তবুও সাধারণত পোপের জন্য ভিসা বাধ্যতামূলক নয়।

পোপের এই অনন্য মর্যাদার ভিত্তি ১৯২৯ সালের ল্যাটেরান চুক্তি, যা ভ্যাটিকানকে পূর্ণ সার্বভৌমত্ব দেয় এবং পোপকে কূটনৈতিক দায়মুক্তি প্রদান করে। এছাড়া ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনেও পোপের বিশেষ মর্যাদা স্বীকৃত।

বিশ্বের ১.৩ বিলিয়ন ক্যাথলিক অনুসারীর প্রতিনিধি হিসেবে পোপের মর্যাদা অনেক রাষ্ট্রপ্রধানের চেয়েও উচ্চতর। তার ব্যক্তিগত বিমান ‘শেফার্ড ওয়ান’-এ তিনি ভ্রমণ করেন, যা তার প্রতীকী ভূমিকা “ঈশ্বরের পালের রাখাল” থেকে অনুপ্রাণিত।

যদিও ব্রিটিশ রাজপরিবার, জাপানি সম্রাট বা জাতিসংঘের মহাসচিবও কিছু বিশেষ সুবিধা পান, পোপের মতো সার্বজনীন ভিসামুক্ত ভ্রমণের অধিকার তাদের নেই। পোপের এই অনন্য মর্যাদা তাকে করে তুলেছে বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি ভিসা ছাড়াই যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন।

তথ্যসূত্র: দৈনিক আজকাল

Logo